Claim
হাফেজ সালেহ আহমেদ তাকরিমকে শুভেচ্ছা জানাতে তার বাড়িতে এসেছেন পশ্চিমবঙ্গের মূখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি
Fact
দাবিটি মিথ্যা। মমতা ব্যানার্জীর হাফেজ তাকরিম কে উপহার পাঠিয়েছেন বা তার বাড়িতে এসেছেন এমন তথ্য খুঁজে পাওয়া যায়নি।
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকে একটি ভিডিও প্রচার করে দাবি করা হয় সম্প্রতি দুবাই আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় ১ম স্থান অর্জন করা বাংলাদেশি হাফেজ তাকরিম কে তার বাড়িতে এসে উপহার দিয়েছেন পশ্চিমবঙ্গের মূখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। প্রচারিত ভিডিওটি দেখুন এখানে।
নিউজচেকার যাচাই করে দেখেছে দাবিটি মিথ্যা।
Fact-Check/Verification
বিষয়টির সত্যতা নিশ্চিত করতে পশ্চিমবঙ্গের মূখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ফেসবুক এবং টুইটার অ্যাকাউন্ট পর্যবেক্ষণ করা হলে হাফেজ তাকরিম কে নিয়ে কোনো পোস্ট খুঁজে পাওয়া যায়নি।
এছাড়া হাফেজ তাকরিমকে উপহার দেয়া কিংবা বাংলাদেশে আসার কোনো খবর দেশীয় কিংবা ভারতীয় সংবাদমাধ্যমে খুঁজে পাওয়া যায়নি।
Conclusion
দুবাই আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় ১ম স্থান অর্জন করা বাংলাদেশি হাফেজ তাকরিম কে তার বাড়িতে এসে উপহার পাঠালেন পশ্চিমবঙ্গের মূখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দাবিতে প্রচারিত পোস্ট সম্পুর্ণ ভিত্তিহীন।
Result: False
Our Sources
Mamata Banerjee Facebook
Mamata Banerjee Facebook
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান [email protected]। এছাড়াও আমাদের সাথে Contact Us – ফর্মের মাধ্যমে যোগাযোগ করতে পারেন।