Claim
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকে গুগলের প্রধান নির্বাহী কর্মকর্তা সুন্দর পিচাইয়ের ছবি সম্বলিত একটি ভিডিও প্রচার করে দাবি করা হয় গুগলের প্রতিষ্ঠাতা ইসরায়েলে গুগল বন্ধ করার ঘোষণা দিয়েছেন।
এমন দাবিতে প্রচারিত পোস্ট দেখুন এখানে।
Fact
বিষয়টির সত্যতা যাচাই করতে কি-ওয়ার্ড সার্চ করে ইসরায়েলে গুগল কিংবা গুগলের সেবা বন্ধ করার দাবির বিষয়ে আন্তর্জাতিক গণমাধ্যম কিংবা বিশ্বাসযোগ্য সূত্রে কোনো সংবাদ পাওয়া যায়নি।
তাছাড়া, ইসরায়েলের সাথে ‘প্রজেক্ট নিম্বাস’ নামে ১.২ বিলিয়ন ডলারের একটি প্রজেক্টে ২০২১ সালে গুগল এবং অ্যামাজন চুক্তিবদ্ধ হয়। এই প্রকল্পের অধীনে ইসরায়েল সরকার ও ইসরায়েল সামরিক বাহিনীকে গুগল এবং অ্যামাজন তাদের ক্লাউড কম্পিউটিং সেবা প্রদান করবে।
সাম্প্রতিক সময়ে ইসরায়েলের সাথে এই প্রজেক্টে গুগলের সরাসরি সম্পৃক্ততা থাকায় গুগল অফিসে গুগলের কর্মকর্তারা প্রতিবাদ করে এবং যার ফলে গুগল এখন পর্যন্ত ৫০ জন গুগলের কর্মীকে চাকরিচ্যুত করেছে।
Read More: ফিলিস্তিনের বিপক্ষে জাতিসংঘে চেচেনিয়ার ভোট দেয়ার বিষয়টি ভিত্তিহীন
উল্লেখ্য, ইসরায়েলের তেল আবিবে অবস্থিত গুগলের অফিসে এই আর্টিকেল প্রকাশিত হওয়ার সময়কাল অব্দি ৪১টি চাকরীর বিজ্ঞপ্তি সচল রয়েছে, দেখুনে এখানে (আর্কাইভ)। অর্থাৎ, ইসরায়েলে গুগলের অফিস সচল রয়েছে।
সুতরাং, গুগলের প্রতিষ্ঠাতা ইসরায়েলে গুগল বন্ধ করার ঘোষণা দিয়েছেন দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকে প্রচারিত তথ্যটি সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট।
Result: False
Our Sources
Al Jazeera
CNN
Google Career
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান [email protected] অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। আমাদের whatsapp চ্যানেল সাবস্ক্রাইব করুন এখানে ক্লিক করে।এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।