বুধবার, সেপ্টেম্বর 11, 2024
বুধবার, সেপ্টেম্বর 11, 2024

HomeFact CheckFact Check: না, মহানবীকে কটূক্তি করার জন্য বুশের উপর জুতা ছুড়ে মারা...

Fact Check: না, মহানবীকে কটূক্তি করার জন্য বুশের উপর জুতা ছুড়ে মারা হয়নি

Claim
মহানবী হযরত মোহাম্মদ (সাঃ) কে নিয়ে কটূক্তি করার কারণে জর্জ বুশের উপর জুতা ছুড়ে মারা হয়

Fact
ইরাকি সাংবাদিক মুনতাজার আল-জাইদি ২০০৩ সালে মার্কিন নেতৃত্বাধীন ইরাকে আগ্রাসনের পর দুর্নীতি ও বিশৃঙ্খলার প্রতি তার ক্ষোভ প্রকাশ করার জন্য একটি সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের দিকে জুতা নিক্ষেপ করে

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকে আলোচিত সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ বুশের উপর জুতা ছুড়ে মারার ভিডিওকে প্রচার করে দাবি করা হচ্ছে মহানবী হযরত মোহাম্মদ (সাঃ) কে নিয়ে কটূক্তি করার কারণে জুতা ছুড়ে মারা হয়। ভিডিওটি দেখুন এখানে। 

মহানবী

নিউজচেকার যাচাই করে দেখেছে দাবিটি মিথ্যা।

Fact-Check/Verification

কিওয়ার্ড সার্চের মাধ্যমে ২০০৮ সালের ১৫ ই ডিসেম্বরে CBS News এ প্রকাশিত মূল ভিডিওটি খুঁজে পাওয়া যায়। 

পরবর্তীতে, একাধিক কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে বার্তা সংস্থা রয়টার্সে গত ১৪ মার্চে “No regrets from the Iraqi who threw his shoes at Bush” শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। প্রতিবেদন হতে জানা যায়, ইরাকি সাংবাদিক মুনতাজার আল-জাইদি ২০০৩ সালে মার্কিন নেতৃত্বাধীন ইরাকে আগ্রাসনের পর দুর্নীতি ও বিশৃঙ্খলার প্রতি তার ক্ষোভ প্রকাশ করার জন্য একটি সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের দিকে জুতা নিক্ষেপ করেন। 

এছাড়া, প্রতিবেদন হতে আরও জানা যায় তিনি জুতা নিক্ষেপের সময় ‘This is a farewell kiss from the Iraqi people, you dog” বলে চেঁচিয়ে উঠেন। 

Conclusion

ইরাকি সাংবাদিক মুনতাজার আল-জাইদি ২০০৩ সালে মার্কিন নেতৃত্বাধীন ইরাকে আগ্রাসনের পর দুর্নীতি ও বিশৃঙ্খলার প্রতি তার ক্ষোভ প্রকাশ করার জন্য একটি সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের দিকে জুতা নিক্ষেপ করার ভিডিওকে মহানবী হযরত মোহাম্মদ (সাঃ) কে নিয়ে কটূক্তি করার কারণে জুতা মারা হয়েছিল দাবিতে টিকটকে প্রচার করা হয়েছে। 

Result: False

Our Sources

CBS News
Reuters


সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in। এছাড়াও আমাদের সাথে Contact Us – ফর্মের মাধ্যমে যোগাযোগ করতে পারেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular