সম্প্রতি, সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকে ধ্বংসস্তূপে প্রিয়জনকে আঁকড়ে ধরার একটি ছবিকে তুরষ্কের ভূমিকম্পের ঘটনা দাবিতে প্রচার করা হয়েছে। ভাইরাল ভিডিওটি দেখুন এখানে এবং এখানে।
নিউজচেকার যাচাই করে দেখেছে দাবিটি মিথ্যা।
Fact-Check/Verification
ভিডিও হতে প্রাপ্ত কীফ্রেম রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে জনপ্রিয় ই-কমার্স ওয়েবসাইট Amazon Canada এর ওয়েবসাইটে ‘The Photography of Game of Thrones, the official photo book of Season 1 to Season 8‘ শিরোনামে প্রকাশিত বইয়েরর প্রিভিউয়ে আলোচিত ছবিটি খুঁজে পাওয়া যায়।
তাছাড়া, ইউটিউবে গেম অব থ্রোন্সের আলোচিত এই সিনটির ভিডিও ক্লিপ খুঁজে পাওয়া যায়।
Read More: ভাইরাল ভূমিকম্পের ভিডিওটি তুরষ্কের নয়
Conclusion
আমেরিকান ড্রামা সিরিজ Game of Thrones এর একটি দৃশ্যকে তুরষ্কের ভূমিকম্পে ধ্বংসস্তূপে প্রিয়জনকে আঁকড়ে ধরার চিত্র দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকে প্রচার করা হয়েছে।
Result: False
Our Sources
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান [email protected]। এছাড়াও আমাদের সাথে Contact Us – ফর্মের মাধ্যমে যোগাযোগ করতে পারেন।