বৃহস্পতিবার, নভেম্বর 21, 2024
বৃহস্পতিবার, নভেম্বর 21, 2024

HomeFact Checkফুলব্রাইট স্কলারশিপ থেকে বাংলাদেশিদের বাদ পড়ার তথ্যটি ভুয়া

ফুলব্রাইট স্কলারশিপ থেকে বাংলাদেশিদের বাদ পড়ার তথ্যটি ভুয়া

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বাংলাদেশিদের যুক্তরাষ্ট্রের ফুলব্রাইট স্কলারশিপ থেকে বাদ দেয়ার খবর ভাইরাল হয়। বিষয়টি দেশের একাধিক মূলধারার পত্রিকাতেও প্রকাশিত হয়। নিউজচেকার যাচাই করে দেখেছে দাবিটি মিথ্যা।

ফুলব্রাইট
আর্কাইভ দেখুন এখানে
আর্কাইভ দেখুন এখানে

Fact Check / Verification

যুক্তরাষ্ট্রভিত্তিক ব্যুরো অব এডুকেশনাল অ্যান্ড কালচারাল অ্যাফেয়ার্স এর ওয়েবসাইটে দেখা যায় বাংলাদেশি শিক্ষার্থীদের ফুলব্রাইট স্কলারশিপে আবেদনের বিষয়টি উল্লেখ করা রয়েছে।

Screenshot from BUREAU OF EDUCATIONAL AND CULTURAL AFFAIRS

গত ১৪ ডিসেম্বর বাংলাদেশে অবস্থিত মার্কিন দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত পোস্টে জানানো হয় স্কলারশিপের আবেদনের সময়সীমা ২১ ডিসেম্বর পর্যন্ত বর্ধিত করা হয়েছে।

ব্যুরো অব এডুকেশনাল অ্যান্ড কালচারাল অ্যাফেয়ার্স এর ওয়েবসাইটে বাংলাদেশিদের কথা উল্লেখের পাশে For U.S citizens নামক ট্যাবে বাংলাদেশে মার্কিনিদের জন্য ২০২১-২২ শিক্ষাবর্ষের ফুলব্রাইট স্কলারশিপ স্থগিত করার তথ্যটি পাওয়া যায়।

Screenshot from BUREAU OF EDUCATIONAL AND CULTURAL AFFAIRS

মার্কিন নাগরিকদের জন্য ফুলব্রাইট স্কলারশিপ আবেদনের ওয়েবসাইটে দেখা যায় বাংলাদেশে নিরাপত্তা জনীত কারণ দেখিয়ে ২০২১-২২ সালের জন্য ভিসা স্থগিত করা হয়েছে।

Screenshot from U.S. Scholar Program

এছাড়া বিষয়টি নিয়ে বিবিসি বাংলা একটি প্রতিবেদন প্রকাশ করেছে। সেখানে দূতাবাসের একজন মুখপাত্র বিবিসি বাংলাকে জানান বাংলাদেশী শিক্ষার্থী ও স্কলারদের ফুলব্রাইট স্কলারশিপ নিয়ে যুক্তরাষ্ট্র যাওয়ার কর্মসূচি চলমান আছে এবং এবিষয়ে নতুন কোন সিদ্ধান্ত আসেনি।

Read More: বিমানবন্দরে শুয়ে থাকা ছবিটি মুরাদ হাসানের নয়

Conclusion

বাংলাদেশিদের যুক্তরাষ্ট্রের ফুলব্রাইট স্কলারশিপ থেকে বাদ দেয়ার দাবিটি মিথ্যা

Result – False

Our Sources

BUREAU OF EDUCATIONAL AND CULTURAL AFFAIRS: https://eca.state.gov/fulbright/country/bangladesh

U.S Embassy Facebook Post: https://www.facebook.com/103157219806/posts/10159336987789807/

BBC News: https://www.bbc.com/bengali/news-59651027


সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান [email protected]। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular