বুধবার, জানুয়ারি 15, 2025
বুধবার, জানুয়ারি 15, 2025

HomeFact Checkবিমানবন্দর রোডে এমপি মুরাদের গাড়িতে আগুন দাবিটি মিথ্যা

বিমানবন্দর রোডে এমপি মুরাদের গাড়িতে আগুন দাবিটি মিথ্যা

বিমানবন্দর রোডে (airport road) সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডক্টর মুরাদ হাসানের, এমন দাবিতে সামাজিক বিনোদনমূলক ভিডিও শেয়ারিং মাধ্যম টিকটকে আপলোড করা হয় একটি ভিডিও

অন্যান্য মাধ্যমে প্রায় তিনশতবারের কাছাকাছি এই ভিডিওটি শেয়ার করা হলেও, ২৩.৩ হাজার ব্যবহারকারি এই ভিডিওটি লাইক এবং ৪৫৬.২ হাজারবার দেখেছেন শুধু টিকটকেই।

Screenshot from Tiktok

১০ সেকেন্ডের ভিডিওটির উপরে সম্পাদনা করে লেখা হয়েছে এই দাবিটি।

Fact Check/ Verification

টিকটক ভিডিওতে দেখা যায়, একটি গাড়িতে আগুন জ্বলছে। এবং ভিডিওটি নেয়া হয়েছে যমুনা টিভিতে প্রচিরিত একটি নিউজ থেকে। কি-ফ্রেম অনুসন্ধানে দেখা যায়, ইউটিউবে যমুনা টিভির চ্যানেলে “বিমানবন্দর এলাকায় গাড়িতে আগুন, সড়কের উভয় দিকেই তীব্র যানজট” শিরোনামে নিউজটি আপলোড করা হয়েছে ৯ই ডিসেম্বর।

Youtube link of the news report

ইউটিউবে আপলোডকৃত ভিডিওর ১৪ থেকে ২৪ সেকেন্ড পর্যন্ত, কিছু অংশ নিয়ে টিকটকে আপলোড করা হয় ভিডিওটি। এই দশ সেকেন্ডে সংবাদপাঠিকা বলছেন, “উভয় দিকে তীব্র যানজটের সৃষ্টি হয়। আর এতে ভুগান্তিতে পড়ে যাত্রীরা। আর এর কিছুক্ষণ পড়েই ঐ এলাকা দিয়ে বিমানবন্দরে পৌছান প্রতিমন্ত্রী পদ হারানো ডক্টর মুরাদ।”

বিমানবন্দরে শুয়ে থাকা ছবিটি মুরাদ হাসানের নয়

৯ই ডিসেম্বর রাত ৮টার পড়ে, বিমানবন্দর রোডে একটি গাড়িতে আগুন লাগলে কুর্মিটোলা ফায়ার স্টেশনের দুইটি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার স্টেশনের ফায়ার ফাইটার জীবন নিউজচেকারকে জানায়, গাড়িটির মালিকের নাম মোহাম্মদ রায়হান, এবং গাড়ির ভেতরে বৈদ্যুকিত ত্রুটির কারণে আগুনের সৃষ্টি হয়।

Conclusion

সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডক্টর মুরাদ হাসানের গাড়িতে আগুন দাবিটি বিভ্রান্তিকর এবং মিথ্যা।

Result: Misleading/ Partly False

Our Sources

TikTok: https://www.tiktok.com/@foysalrajapur37/video/7039751490029849883

Youtube: https://www.youtube.com/watch?v=bAMgwHxLaMs

Primary Interview: Kurmitola Fire Station, Bangladesh Fire Service and Civil Defence

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular