বুধবার, জানুয়ারি 22, 2025
বুধবার, জানুয়ারি 22, 2025

HomeFact CheckFact check: সচিবালয় ভবনে আগুনের ঘটনা বলে মিশরের অগ্নিকান্ডের ভিডিও প্রচার

Fact check: সচিবালয় ভবনে আগুনের ঘটনা বলে মিশরের অগ্নিকান্ডের ভিডিও প্রচার

Claim– সচিবালয় ভবনে আগুন
Fact– মুলত মিশরের কায়রোতে ইসমাইলিয়া শহরে একটি পুলিশ ফ্যাসিলিটিতে হয়েছিলো অগ্নিকান্ডটি

‘সচিবালয় ভবনে আগুন’ দাবিতে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকে একটি অগ্নিকান্ডের ভিডিও ভাইরাল হয়। ভিডিওটি দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানেএখানে।

ভিডিওটিতে দাবি করা হচ্ছে বাংলাদেশ সচিবালয় ভবন, ঢাকায় এই অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। গতকাল সোমবার(৯ অক্টোবর) সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম টিকটকে এই ভিডিওটি ব্যপক বিস্তৃতি পায়। ভিডিওগুলোর স্ক্রিনশট দেখুন এখানে-

সচিবালয়ে আগুন দাবিতে ভাইরাল পোস্ট
কার্টেসিঃ টিকটক/ইউজার
সচিবালয়ে আগুন দাবিতে ভাইরাল পোস্ট
কার্টেসিঃ টিকটক/ইউজার
সচিবালয়ে আগুন দাবিতে ভাইরাল পোস্ট
কার্টেসিঃ টিকটক/ইউজার
সচিবালয়ে আগুন দাবিতে ভাইরাল পোস্ট
কার্টেসিঃ টিকটক/ইউজার

নিউজচেকার-বাংলাদেশ যাচাই করে দেখেছে দাবিটি মিথ্যা। 

Fact check/ Verification

গুগল রিভার্স ইমেজ ও কি-ওয়ার্ড সার্চ এর সাহায্যে অনুসন্ধান-এ জানা যায় ভাইরাল ভিডিওতে থাকা অগ্নিকান্ডের ঘটনাটি বাংলাদেশ সচিবালয় ভবনের নয়, বরং এটি মিশরের রাজধানী কায়রোর ইসমাইলিয়া শহরের একটি পুলিশ ফ্যাসিলিটি কমপ্লেক্স এ হয়ে যাওয়া অগ্নিকান্ডের ভিডিও। দেখুন এখানে- দ্যা গার্ডিয়ান, টুইটার, আরব নিউজ, দ্যা টাইমস। 

দ্যা গার্ডিয়ান-এ”Fire breaks out at police premises in Egypt’s Ismailia –  শিরোনামে প্রকাশিত হওয়া প্রতিবেদনে পাওয়া ভিডিওটি, টিকটকে ভাইরাল হওয়া ভিডিওটির সাথে হুবহু মিলে যায়। 

ইসমাইলিয়া শহরের পুলিশ কমপ্লেক্স এ আগুন লাগার মুল ভিডিও
কার্টেসিঃ দ্যা গার্ডিয়ান/অনলাইন
টিকটকে ভাইরাল ভিডিওর একটি স্ক্রিনশট যা মুল ভিডিওর সাথে সাদৃশ্যপূর্ণ
কার্টেসিঃ টিকটক/ইউজার

এছাড়াও ভাইরাল ভিডিওতে চলতে থাকা অডিও লক্ষ্য করে শুনলে বুঝা যায় প্রত্যক্ষদর্শীরা আরবী ভাষায় কথা বলছে। এ থেকে নিশ্চিত হওয়া যায় যে উক্ত ঘটনাটি বাংলাদেশের নয়। 

বাংলাদেশের সচিবালয় ভবন-এ সম্প্রতিকালে কোন অগ্নিকান্ড ঘটনার প্রতিবেদন পাওয়া যায় নি। অধিকন্তু, সচিবালয় ভবন ও ভাইরাল ভিডিওগুলোতে থাকা ভবনের অবকাঠামো এক নয়। 

বাংলাদেশ সচিবালয় ভবনের ছবি
কার্টেসিঃ প্রথম আলো/ইন্টারনেট

ইসমাইলিয়ায় আগুন লাগা ভবন (ছবিঃ রয়টার্স)

উল্লেখ্য, গত সোমবার (২ অক্টোবর) মিশরের রাজধানী কায়রোর ইসমাইলিয়া শহরের একটি পুলিশ ফ্যাসিলিটি ভবনে ভয়াবহ অগ্নিকান্ড ঘটে। এই ঘটনায় সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত ৩৮ জন আহত হন। প্রায় ৫০ টি এ্যাম্বুলেন্স এর সহায়তায় কয়েক ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। প্রতিবেদন দেখুন এখানে- আল-জাজিরা, এপি নিউজ। 

 conclusion

সুতরাং, সচিবালয় ভবনে আগ্নিকান্ডের নামে ভাইরাল হওয়া ভিডিওটি মুলত মিশরের, বাংলাদেশ সচিবালয়ের নয়। 

Result: False

Our Sources
আল-জাজিরা, এপি নিউজদ্যা গার্ডিয়ান


সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান [email protected] অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। আমাদের whatsapp চ্যানেল সাবস্ক্রাইব করুন এখানে ক্লিক করে।এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular