বুধবার, জানুয়ারি 22, 2025
বুধবার, জানুয়ারি 22, 2025

HomeFact CheckFact Check: সাম্প্রতিক ফেনীর বন্যার ছবি দাবিকৃত ছবিটি ভারতের ত্রিপুরার

Fact Check: সাম্প্রতিক ফেনীর বন্যার ছবি দাবিকৃত ছবিটি ভারতের ত্রিপুরার

Claim

সম্প্রতি ভারী বৃষ্টিপাত ও ভারত থেকে আসা ঢলের কারণে ফেনী, কুমিল্লা, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া, মৌলভীবাজার, হবিগঞ্জ ও খাগড়াছড়ি জেলার কিছু এলাকায় বন্যা দেখা দিয়েছে। এই বন্যাকবলিত এলাকার চিত্র সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এর মধ্যে বাংলাদেশের বন্যার দৃশ্য দাবি করা একটি ছবি প্রচার করে বলা হয়েছে এটি ফেনীর চিত্র। এমন দাবিতে প্রচারিত পোস্টগুলো দেখুন এখানে এবং এখানে। 

ফেনী

নিউজচেকার বাংলাদেশ যাচাই করে দেখেছে দাবিটি মিথ্যা। 

Fact

বিষয়টির সত্যতা যাচাই করতে শুরুতে ভাইরাল এই ছবিটি রিভার্স ইমেজ সার্চ করে ভারতীয় গণমাধ্যম দ্য টাইমস অব ইন্ডিয়ার এক্স অ্যাকাউন্টে গত ২০ আগস্টে প্রকাশিত একই ছবি পাওয়া যায়। 

ছবির ক্যাপশনে উল্লেখ রয়েছে, এটি ভারতের ত্রিপুরা রাজ্যের সাম্প্রতিক বন্যার দৃশ্য।

পাশাপাশি, টাইমস অব ইন্ডিয়ার ওয়েবসাইটের প্রকাশিত এক প্রতিবেদনেও ছবিটিকে খুঁজে পাওয়া যায়। 

তাছাড়া, ভারতের রাজনৈতিক দল কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) এর ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে ২০ আগস্ট ত্রিপুরার বন্যা নিয়ে করা একটি পোস্টে ছবিটি খুঁজে পাওয়া যায়। 

অর্থাৎ, ভারতের ত্রিপুরার সাম্প্রতিক বন্যার একটি ছবিকে বাংলাদেশের ফেনী জেলার ছবি দাবিতে প্রচার করা হয়েছে। 

Result: Misleading

Our Sources
Times of India X 
Report published on Times of India Website
Communist Party of India Instagram Post


সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান [email protected] অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। আমাদের whatsapp চ্যানেল সাবস্ক্রাইব করুন এখানে ক্লিক করে।এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular