Claim-সেনাবাহিনী কর্তৃক নির্ধারিত বাজার মূল্য।
Fact-বাংলাদেশ সেনাবাহিনী এমন কোন মূল্য তালিকা প্রকাশ করে নি
সেনাবাহিনীর দ্বারা নির্ধারিত পণ্য মূল্য তালিকা দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট ভাইরাল হয়। পোস্টগুলোতে বলা হয় বিভিন্ন পণ্যের বাজার মূল্য নির্ধারণ করে সেনাবাহিনী একটি মুল্য তালিকা প্রকাশ করেছে। এর চেয়ে বেশি মূল্য দাবি করলে সরাসরি সেনাবাহিনী হেল্পলাইনে যোগাযোগ করুন। পোস্টগুলো দেখুন এখানে, এখানে, এখানে, এখানে ও এখানে। পোস্টগুলোর স্ক্রিনশট দেখুন নিচে
নিউজচেকার-বাংলাদেশ যাচাই করে দেখেছে দাবিটি মিথ্যা।
Fact-check/Verification
সেনাবাহিনী কর্তৃক নির্ধারিত পণ্যের বাজার মূল্য তালিকাটির সত্যতা যাচাই করতে আমরা প্রাথমিকভাবে একাধিক কি-ওয়ার্ড সার্চ পরিচালনা করি। কোন নির্ভরযোগ্য সূত্রে এমন কোন প্রতিবেদন পাওয়া যায় নি। এছাড়া বাংলাদেশ সেনাবাহিনী সংশ্লিষ্ট কোন ওয়েবাসাইট ও সোশ্যলা মিডিয়া প্ল্যাটফর্মেও ৮ই আগস্ট ২০২৪ পর্যন্ত এ ধরণের কোন প্রজ্ঞাপনের তথ্য প্রমাণ পাওয়া যায় নি। বাংলাদেশ সেনাবাহিনী, ফেসবুক পেইজ।
বিষয়টি সম্পর্কে অধিকতর নিশ্চিত হওয়ার জন্য আমরা সেনাবাহিনীর একাধিক হেল্পলাইনে যোগাযোগ করি। প্রতিটি সেনা ক্যাম্প থেকে আমাদের নিশ্চিত করা হয় যে এই ধরণের কোন মূল্য তালিকা বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে প্রকাশ করা হয় নি।
এছাড়াও ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশন তথা আইএসপিআর এর সাথেও যোগাযোগ এর চেষ্টা করা হলে তা সম্ভব হয় নি। তবে আইএসপিআর এর অফিসিয়াল ওয়েবসাইটেও এই সংক্রান্ত কোন তথ্য পাওয়া যায় নি।
সম্প্রতি ৫ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশ সেনাবাহিনী অন্তর্বর্তীকালীন সরকার গঠনের দায়িত্ব নেন। একই সাথে দেশ জুড়ে সেনাবাহিনী শৃঙ্খলা রক্ষায়ও কাজ করছে। এর পরিপ্রেক্ষিতে সারা দেশে প্রতিটি জেলায় সেনাবাহিনীর হেল্পলাইন উন্মুক্ত করে দেয়া হয়।
Conclusion
অতএব, সেনাবাহিনীর পক্ষ থেকে পণ্যের দাম নির্ধারণ করে দেয়ার দাবিতে ভাইরাল মূল্য তালিকাটি সত্য নয়।
Result: False
Our Sources:
বাংলাদেশ সেনাবাহিনী, ফেসবুক পেইজ।
সেনাবাহিনীর হেল্পলাইন আইএসপিআর এর অফিসিয়াল ওয়েবসাইট
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান [email protected] অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। আমাদের whatsapp চ্যানেল সাবস্ক্রাইব করুন এখানে ক্লিক করে।এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।