Claim– নির্বাচন উপলক্ষ্যে আগামী ৫ থেকে ৮ জানুয়ারি পর্যন্ত সরকারী ছুটি
Fact– নির্বাচন উপলক্ষ্যে সকলের ভোট প্রদান নিশ্চিত করতে ৭ই জানুয়ারি ১ দিনের সরকারী ছুটি ঘোষণা করা হয়েছে।
‘নির্বাচন উপলক্ষ্যে আগামী ৫থেকে ৮ই জানুয়ারি পর্যন্ত সরকারী ছুটি ঘোষণা করা হয়েছে’ দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যম গুলোতে একটি পোস্ট ভাইরাল হয়। পোস্ট গুলোতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের আদলে একটি প্রজ্ঞাপন তৈরি করে দাবি করা হয় আগামী ৫-৮ই জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে সাধারণ ছুটি ঘোষণা করা হলো। পোস্টগুলো দেখুন এখানে, এখানে ও এখানে।
ভাইরাল পোস্টের স্ক্রিনশট দেখুন এখানে-
courtesy: Facebook/User
নিউজচেকার-বাংলাদেশ যাচাই করে দেখেছে দাবিটি মিথ্যা।
Fact check/Verification
গুগল কি-ওয়ার্ড সার্চ এর সাহায্যে অনুসন্ধান করে জানা যায় আগামী ৫ থেকে ৮ই জানুয়ারি নির্বাচন উপলক্ষ্যে ছুটি ঘোষণা করে কোন প্রজ্ঞাপন জারি করে নি বাংলাদেশ জনপ্রশাসন মন্ত্রণালয়। বরং জনপ্রশাসন মন্ত্রণালয় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে শুধু মাত্র ৭ই জানুয়ারি সাধারণ ছুটি ঘোষণা করে যাতে করে দেশের সকল ভোটারগণ নির্বিঘ্নে ভোট দিতে পারে। দেখুন এখানে- জনপ্রশাসন মন্ত্রণালয়।
courtesy: Internet/ Ministry of PubAd
জনপ্রশাসনের ৭ই জানুয়ারি ছুটি বিষয়ে রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রণালয়ের উপসচিব সোনিয়া হাসান এর স্বাক্ষর সম্বলিত একটি প্রজ্ঞাপন জারি করেন। মুল প্রজ্ঞাপন দেখুন এখানে-
courtesy: Internet/ PubAd ministry website
অপরদিকে ভাইরাল হওয়া ৪ দিনের ছুটি সম্বলিত প্রজ্ঞাপনটি লক্ষ্য করলে মুল প্রজ্ঞাপনের সাথে এর বেশ কিছু অসঙ্গতি স্পষ্ট হয়ে ওঠে। মুল প্রজ্ঞাপনের সাথে এর তারিখ, স্বারক নং, মুল বর্ণনা ও ‘প্রজ্ঞাপন’কে প্রঙ্গাপন লিখা সহ একাধিক বানানের অসঙ্গতি উল্লেখযোগ্য।
Conclusion
সুতরাং, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে ৫ থেকে ৮ ই জানুয়ারি সাধারণ ছুটি ঘোষণার দাবিতে ভাইরাল নোটিশটি ভুয়া।
Result: False
Our Sources
Ministry Of Public Administration
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান [email protected] অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। আমাদের WhatsApp চ্যানেল সাবস্ক্রাইব করুন এখানে ক্লিক করে।এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।