বুধবার, জানুয়ারি 22, 2025
বুধবার, জানুয়ারি 22, 2025

HomeFact CheckFact Check: সেনাপ্রধান ও সেনাবাহিনী নিয়ে ওয়াশিংটন পোস্টের নামে ভুয়া প্রতিবেদন প্রচার 

Fact Check: সেনাপ্রধান ও সেনাবাহিনী নিয়ে ওয়াশিংটন পোস্টের নামে ভুয়া প্রতিবেদন প্রচার 

Claim

সম্প্রতি সামাজিক মাধ্যম ফেসবুকে মার্কিন পত্রিকা দ্য ওয়াশিংটন পোস্টের নাম ও লোগো ব্যবহার করে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে একটি সংবাদের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ওয়াশিংটন পোস্টের প্রতিবেদন দাবিতে প্রচারিত এই সংবাদের ছবি অনুযায়ী, আমেরিকান সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক জ্যাকলিন আলেমানি দাবি করেছেন যে, বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানসহ ৬৭ জন সিনিয়র সেনা কর্মকর্তা এবং ৩৮৭২ জন সামরিক কর্মীকে বরখাস্তের একটি তালিকা চূড়ান্ত করেছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়, চলমান রাজনৈতিক সংকটের ফলে ৫ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশত্যাগে বাধ্য হন এবং ১০ আগস্ট প্রধান বিচারপতি ওবায়দুল হাসান পদত্যাগ করেন। এরপর, ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার সেনাবাহিনীতে বৃহৎ পরিসরে পুনর্গঠনের উদ্যোগ গ্রহণ করে। এই পুনর্গঠনের অংশ হিসেবে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানসহ আরও ৬৭ জন সিনিয়র কর্মকর্তা এবং ৩৮৭২ জন সামরিক কর্মীকে বরখাস্তের প্রক্রিয়া চূড়ান্ত করা হয়েছে। এই পদক্ষেপটিকে সামরিক বাহিনীতে বিশাল পরিবর্তন ও বেসামরিক কর্তৃত্ব প্রতিষ্ঠার প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে। তবে, বিশেষজ্ঞরা সতর্ক করেছেন যে এই পুনর্গঠন সামরিক বাহিনীর ভেতরে অসন্তোষের জন্ম দিতে পারে এবং দেশের রাজনৈতিক অস্থিতিশীলতা আরও বাড়াতে পারে।

এমন দাবিতে প্রচারতি পোস্ট দেখুন এখানে এবং এখানে, এখানে। 

Fact

ওয়াশিংটন পোস্টের কথিত সংবাদটি বিশ্লেষণে দেখা যায় যে, এতে লেখক হিসেবে আমেরিকান সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক জ্যাকলিন আলেমানির নাম ব্যবহার করা হয়েছে এবং প্রতিবেদনের তারিখ হিসেবে ২১ অক্টোবর উল্লেখ করা হয়েছে। তবে বিষয়টির সত্যতা যাচাই করতে গিয়ে দেখা যায় যে, জ্যাকলিন আলেমানির এক্স অ্যাকাউন্ট এবং দ্য ওয়াশিংটন পোস্টের ওয়েবসাইটে তাঁর লেখক প্রোফাইলে এমন কোনো প্রতিবেদন পাওয়া যায়নি। 

তাছাড়া, দ্য ওয়াশিংটন পোস্ট এর ওয়েবসাইট ও সামাজিক মাধ্যমের প্রোফাইলগুলোতেও (ফেসবুক এবং এক্স) এমন কোনো প্রতিবেদন খুঁজে পাওয়া যায়নি।

Read More: ড. ইউনূস পদত্যাগ করেছেন দাবিতে ভিন্ন ছবি ও মিথ্যা তথ্য প্রচার

পরবর্তীতে, সামাজিক মাধ্যম এক্সে থাকা ওয়াশিংটন পোস্টের অফিসিয়াল পাবলিক রিলেশনস অ্যাকাউন্ট Washington Post PR এ একটি পোস্টের মাধ্যমে বিষয়টিকে ভুয়া হিসেবে নিশ্চিত করেছে। 

অর্থাৎ, অন্তবর্তীকালীন সরকার সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানসহ ৬৭ জন সিনিয়র সেনা কর্মকর্তা এবং ৩৮৭২ জন সামরিক কর্মীকে বরখাস্তের তালিকা চূড়ান্ত করেছে দাবিতে দ্য ওয়াশিংটন পোস্টের নাম ও লোগো সম্বলিত প্রতিবেদনের ছবিটি সম্পূর্ণ ভুয়া।

Result: False

Our Sources
Jacqueline Alemany 𝕏 Account & Author Profile
Washington Post Website, Facebook, 𝕏 Handles
Washington Post PR X Post


যে কোন বিষয়ের সত্যতা জানতে, মতামত অথবা অভিযোগ প্রদানে আমাদের ই-মেইল করুন এই ঠিকানায়- [email protected]. এছাড়াও ভিজিট করুন আমাদের Contact Us পেইজটি এবং নির্দিষ্ট ফর্মটি পূরণ করুন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular