Fact Check
নতুন রাষ্ট্রপতিকে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা দেয়ার দাবিটি মিথ্যা
সম্প্রতি, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বাংলাদেশের নব-নির্বাচিত রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনকে আমেরিকার নিষেধাজ্ঞা দাবিতে কিছু ভিডিও প্রচার করা হয়। ভাইরাল ভিডিওগুলো দেখুন এখানে, এখানে এবং এখানে।

উল্লেখ্য, গত ১৩ ফেব্রুয়ারি রাষ্ট্রপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মোঃ সাহাবুদ্দিন কে নির্বাচিত ঘোষণা করে, গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন।
নিউজচেকার যাচাই করে দেখেছে দাবিটি মিথ্যা।
Fact Check/Verification
বিভিন্ন কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে, দেশীয় এবং আন্তর্জাতিক সংবাদমাধ্যমে বাংলাদেশের নব-নির্বাচিত রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনকে আমেরিকার নিষেধাজ্ঞা দাবি সম্বলিত কোনো তথ্যে খুঁজে পাওয়া যায়নি।

তাছাড়া, মার্কিন যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগের ওয়েবসাইট, মার্কিন যুক্তরাষ্ট্রের সরকারি ওয়েবসাইট এবং বাংলাদেশস্থ যুক্তরাষ্ট্র দূতাবাস এর ওয়েবসাইট পর্যবেক্ষণ করেও এই সংক্রান্ত কোনো নিষেধাজ্ঞা বা তথ্যের অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি।
Conclusion
কোনোপ্রকার নির্ভরযোগ্য তথ্যসূত্র ছাড়াই নব-নির্বাচিত রাষ্ট্রপতি শাহাবুদ্দীন চুপ্পু’কে আমেরিকার নিষেধাজ্ঞা দাবিতে একটি তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হচ্ছে।
Result: False
Election Commissionসন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান [email protected]। এছাড়াও আমাদের সাথে Contact Us – ফর্মের মাধ্যমে যোগাযোগ করতে পারেন।
