Fact Check
Fact check: রাশিয়ার ভুমিকম্পের ঘটনার দাবিতে ভিন্ন ভিডিও প্রচার

Claim
সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ভুমিকম্পের একটি ভিডিও ভাইরাল হয় যেখানে দাবি করা হচ্ছে ঘটনাটি অতিসম্প্রতি রাশিয়ায় হয়ে যাওয়া ৮.৭ মাত্রার ভুমিকম্পের। ভিডিওটি দেখুন এখানে।
নিউজচেকার যাচাই করে দেখেছে দাবিটি মিথ্যা।
Fact
রাশিয়ার ভুমিকম্পের ভিডিও দাবিতে ভাইরাল ভিডিওটির সত্যতা যাচাই করতে আমরা প্রাথমিকভাবে রিভার্স ইমেজ সার্চ পরিচালনা করি।
অনুসন্ধানে গত মার্চ ২০২৫ এর একই ভিডিও সম্বলিত একটি পোস্ট পাই। পোস্ট দেখুন এখানে। ভিডিওটি গত ৩০ মার্চ ২০২৫ তারিখে ‘Myanmar Earthquake’ শিরোনামে আপলোড করা হয়।
পরবর্তীতে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে জানা যায় ঘটনাটি এই বছরের মার্চে মায়ানমারে সংঘটিত হওয়া ভুমিকম্পের। ডেইলি মেইল এর এক ইউটিউব ভিডিওতে একই ভিডিও সম্বলিত একটি প্রতিবেদন এর সন্ধান মেলে। “Terrifying Moment Myanmar Earthquake hits shops, sends shelves flying,” শিরোনামে ভিডিওটি ৩১ মার্চ ২০২৫ তারিখে প্রকাশ করা হয়। দেখুন এখানে।
উল্লেখ্য, গত ৩০ জুলাই রাশিয়ার পূর্ব- উপকূলোয় এলাকায় ৮.৮ মাত্রার ভুমিকম্প সংঘটিত হয়। প্রথম আলো ও বিবিসি।
অর্থাৎ, ভাইরাল ভিডিওটি সম্প্রতি রাশিয়ায় সংঘটিত হওয়া ভুমিকম্পের কোন দৃশ্য নয়।
Result: False
Our Sources:
সোশ্যাল মিডিয়া ভিডিও।
প্রথম আলো ও বিবিসি।
ডেইলি মেইল