Fact Check
Fact Check: পার্বত্য চট্টগ্রামকে ভারতে অন্তর্ভুক্তের দাবির ভাইরাল ভিডিওটি বাংলাদেশের নয়
Claim
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকে একটি ভিডিও প্রচার করে দাবি করা হয়, পার্বত্য চট্টগ্রামের মিছিলে মাইক নিয়ে বলা হয়েছে—“পার্বত্য চট্টগ্রামকে ভারতের অংশ করতে হবে।”

এমন দাবিতে প্রচারিত পোস্ট দেখুন, এখানে।
Fact
ভাইরাল ভিডিও থেকে প্রাপ্ত কী-ফ্রেম রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে ভয়েস অফ সিএইচটি নামক ফেসবুক পেজে ২৩ সেপ্টেম্বর ২০২৪ সালে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। আলোচিত দাবির সঙ্গে প্রচারিত ভিডিওটির দৃশ্যের সম্পূর্ণ মিল পাওয়া যায়।
ভিডিওটির ক্যাপশনে উল্লেখ করা হয়েছে যে পার্বত্য চট্টগ্রামকে ভারতের অন্তর্ভুক্ত করার দাবি তোলা হয়েছে এবং পাহাড়ে চারটি দল ঐক্যবদ্ধ না হলে ত্রিপুরাবাসীরা কোনো সহায়তা দেবে না বলেও জানানো হয়েছে।
এছাড়া, ভিডিওটি ভালোভাবে পর্যবেক্ষণ করলে সমাবেশের ব্যানারে স্থানের নাম হিসেবে “উনকোটি, ত্রিপুরা, ভারত” লেখা স্পষ্টভাবে দেখা যায়।
অর্থাৎ, ভিডিওটি সাম্প্রতিক সময়ে খাগড়াছড়ির অস্থিরতা ঘিরে সেখানকার কোনো বিক্ষোভ বা মিছিলের দৃশ্য নয়।
উল্লেখযোগ্য যে, খাগড়াছড়ির গুইমারা উপজেলায় এক স্কুলশিক্ষার্থী ধর্ষণের প্রতিবাদকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে জুম্ম ছাত্র-জনতার সংঘর্ষ ঘটে। এতে গুলিবিদ্ধ হয়ে অন্তত তিনজন নিহত হন। এই ঘটনার পর পাহাড়ি ও বাঙালি সম্প্রদায়ের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
সুতরাং, পার্বত্য চট্টগ্রামের মিছিলে মাইক নিয়ে বলা হয়েছে পার্বত্য চট্টগ্রামকে ভারতের অংশ করতে হবে দাবিতে ভারতের ত্রিপুরার ভিডিও প্রচার করা হয়েছে, যা মিথ্যা।
Our Sources
Voice of CHT
BBC News
Newschecker Own Analysis