Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: [email protected]
Fact Check

সালমান শাহর সাবেক স্ত্রী সামিরা হক গ্রেফতার
বিকৃত যৌনাচারের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার সঙ্গে জড়িত একটি চক্রের দুই নারী সদস্যকে পুলিশ কর্তৃক গ্রেফতারের দৃশ্যকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে
১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন জনপ্রিয় নায়ক সালমান শাহ। তার মৃত্যুকে দীর্ঘদিন ধরে আত্মহত্যা বলে দাবি করে আসছেন তার সাবেক স্ত্রী সামিরা হক। তবে প্রায় তিন দশক পর আদালতের নির্দেশে সালমান শাহ’র অপমৃত্যুর মামলাটি হত্যা মামলা হিসেবে গ্রহণ করেছে পুলিশ। এ পরিপ্রেক্ষিতে গত ২০ অক্টোবর গভীর রাতে রমনা থানায় হত্যা মামলাটি দায়ের করেন সালমান শাহ’র মামা আলমগীর কুমকুম। এরই ধারাবাহিকতায় সম্প্রতি সামিরা হককে পুলিশ গ্রেফতার করেছে দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। এমন দাবিতে প্রচারিত পোস্ট দেখুন এখানে।

নিউজচেকার-বাংলাদেশ যাচাই করে দেখেছে প্রচারিত দাবিটি মিথ্যা।
ভাইরাল ভিডিওটির কী-ফ্রেম রিভার্স ইমেজ সার্চ করে দেশ টিভি’র ইউটিউব চ্যানেলে ০১ মে ২০২৫ সালে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়।
১ মিনিট ৪৯ সেকেন্ড দীর্ঘ উক্ত ভিডিওটির সঙ্গে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর দৃশ্যের মিল পাওয়া গেছে। ভিডিওটির বিস্তারিত বিবরণ থেকে জানা যায়, বিকৃত যৌনাচারের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার সঙ্গে জড়িত একটি চক্রের দুই নারী সদস্যকে বসুন্ধরা এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ।
পরবর্তীতে, উক্ত তথ্যের ভিত্তিতে প্রাসঙ্গিক কীওয়ার্ড দিয়ে সার্চের মাধ্যম NTV অনলাইনের ওয়েবসাইটে গত ১ মে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। ওই প্রতিবেদনেও একই তথ্যের উল্লেখ রয়েছে।
প্রসঙ্গত, সামিরা হক সম্প্রতি গ্রেফতার হয়েছেন কি না, তা নিশ্চিত হতে গণমাধ্যমে অনুসন্ধান চালিয়ে জাতীয় দৈনিক ইত্তেফাক–এর ওয়েবসাইটে গত ২৮ অক্টোবর প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। প্রতিবেদনটির বিস্তারিত অংশে জানা যায়, সালমান শাহ হত্যা মামলার প্রধান আসামি সামিরা হকের আগাম জামিনের আবেদন জানাতে ওই দিন হাইকোর্টে উপস্থিত হন তার বর্তমান স্বামী ইশতিয়াক আহমেদ। এ সময় তিনি বেশ কয়েকজন সিনিয়র আইনজীবীর সঙ্গে কথা বলেন।
এছাড়াও, দেশীয় কোনো সংবাদমাধ্যম বা নির্ভরযোগ্য সূত্রেও সাম্প্রতিক সময়ে সামিরা হকের গ্রেফতার সম্পর্কিত কোনো তথ্য বা প্রমাণ মেলেনি।
সালমান শাহ হত্যা মামলার প্রধান আসামি সামিরা হককে পুলিশ গ্রেফতার করেছে—এমন দাবিতে প্রচারিত ভিডিওটি আসলে পুরোনো ও ভিন্ন ঘটনার দৃশ্য ব্যবহার করে তৈরি করা হয়েছে, যা সম্পূর্ণ মিথ্যা।
Our Sources
Desh TV News
NTV
Ittefaq
Somoy News TV