Sunday, November 23, 2025

Fact Check

মেসুত ওজিলের তুরস্কের হয়ে পরবর্তী বিশ্বকাপ খেলার দাবিটি মিথ্যা

Written By Sayeed Joy
Dec 13, 2022
banner_image

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সাবেক জার্মান ফুটবলার মেসুত ওজিলের ছবি পোস্ট করে দাবি করা হচ্ছে, ২০২৬ বিশ্বকাপে তুরস্কের হয়ে মাঠে নামবেন মেসুত ওজিল। এমন কিছু পোস্ট দেখুন এখানে এবং এখানে। 

ওজিল

নিউজচেকার যাচাই করে দেখেছে দাবিটি মিথ্যা। 

Fact-Check/Verification

মেসুত ওজিল, তুরস্কসহ একাধিক কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে আন্তর্জাতিক কোনো নির্ভরযোগ্য গণমাধ্যমে এই সংক্রান্ত কোনো প্রতিবেদন খুঁজে পাওয়া যায়নি। পাশাপাশি, মেসুত ওজিলের অফিশিয়াল টুইটার কিংবা ফেসবুকেও এধরণের কোন ঘোষণা সংক্রান্ত পোস্ট খুঁজে পাওয়া যায়নি। তাছাড়া, মেসুত ওজিল ২০১৮ বিশ্বকাপের পরেই আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর গ্রহণ করেছেন।

ফুটবল ভিত্তিক ওয়েবসাইট ‘Goal’ এ ২০২১ সালের ১৪ মে “Why can footballers change international teams? Eligibility rules & new updates explained” শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।

Screenshot taken from Goal

উক্ত প্রতিবেদনটি থেকে জানা যায়, ফিফার নিয়ম অনুযায়ী একজন খেলোয়াড়ের পক্ষে জাতীয় দল পরিবর্তন করা সম্ভব, যদি ঐ খেলোয়াড় ২১ বছর বয়সের আগে তিনটি প্রতিযোগিতামূলক সিনিয়র গেম এবং বিশ্বকাপ, ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ, কোপা আমেরিকা ইত্যাদির মতো অফিসিয়াল টুর্নামেন্টের চূড়ান্ত পর্যায়ে না খেলেন।

Read More: নেইমারের হাতে বাংলাদেশের পতাকার ছবিটি এডিটেড

অন্যদিকে মেসুত ওজিলে জার্মানির হয়ে ২০১০, ২০১৪ ও ২০১৮ তিনটি বিশ্বকাপের চূড়ান্ত পর্যায়ে খেলে একটি বিশ্বকাপ জিতেছেন। অর্থাৎ ফিফার নিয়ম অনুযায়ী মেসুত ওজিল পরের বিশ্বকাপে তুরস্কের হয়ে খেলার কোনো সুযোগ নেই।

Conclusion

তুর্কী বংশদ্ভূত জার্মান ফুটবলার মেসুত অজিল ২০২৬ বিশ্বকাপে তুরস্কের হয়ে মাঠে নামার একটি তথ্য কোনো ধরনের তথ্যসূত্র ছাড়াই ভিত্তিহীনভাবে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। 

Result: False  


সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান [email protected]। এছাড়াও আমাদের সাথে Contact Us – ফর্মের মাধ্যমে যোগাযোগ করতে পারেন।

image
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান অথবা whatsapp করুন- +91-9999499044 অথবা আমাদের ইমেল করুন [email protected]​. এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।
No related articles found
Newchecker footer logo
Newchecker footer logo
Newchecker footer logo
Newchecker footer logo
About Us

Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check

Contact Us: [email protected]

802

Fact checks done

FOLLOW US
imageimageimageimageimageimageimage