Thursday, October 16, 2025

Fact Check

Fact Check: সিঙ্গাপুরে ওবায়দুল কাদের গণধোলাই খেয়েছেন দাবি করে প্রচারিত ভিডিওটি ২০০৮ সালের

Written By Sayeed Joy
Sep 12, 2024
banner_image

Claim

সম্প্রতি টিকটকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দাবি করা হচ্ছে যে, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে সিঙ্গাপুরে প্রবাসীরা গণধোলাই দিয়েছেন। ভিডিওতে দেখা যায়, কয়েকজন ব্যক্তি তাকে কোলে তুলে নিয়ে যাচ্ছেন এবং ‘ভুয়া, ভুয়া’ স্লোগান দিচ্ছেন। এমন দাবিতে প্রচারিত ভিডিওটি দেখুন এখানে এবং এখানে। 

ওবায়দুল

Fact

বিষয়টির সত্যতা যাচাই করতে গিয়ে প্রথমে উক্ত ভাইরাল ভিডিওটির কিছু কী-ফ্রেম রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে ‘Mashudul Haque’ নামের একটি ইউটিউব চ্যানেলে ২০১৪ সালে প্রকাশিত একটি ভিডিও প্রতিবেদন পাওয়া যায়, যা বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন নিউজের লোগোযুক্ত। ৩ মিনিট ৩৫ সেকেন্ড দৈর্ঘ্যের এই ভিডিওটির ১ মিনিট ৪৭ সেকেন্ড থেকে ১ মিনিট ৫৪ সেকেন্ড পর্যন্ত দৃশ্যের সঙ্গে ভাইরাল ভিডিওটির মিল পাওয়া গেছে।

এই ভিডিওতে দেখা যায়, ওবায়দুল কাদেরকে কোলে তুলে নেওয়ার দৃশ্যটি ২০০৮ সালের ৫ সেপ্টেম্বরের। ভিডিওর বর্ণনায় বলা হয়েছে, ‘২০০৮ সালে কারামুক্ত হওয়ার পর তিনি কারাগারকে রাজনীতিবিদদের জন্য পাঠশালা হিসেবে উল্লেখ করেন।’

তাছাড়া ভাইরাল ভিডিওতে শোনা যাওয়া ‘ভুয়া, ভুয়া’ স্লোগানটি মূল ভিডিওতে ছিল না, বরং এডিট করে তা যোগ করা হয়েছে।

পাশাপাশি, ওবায়দুল কাদের সিঙ্গাপুরে গেছেন কিংবা সেখানে আক্রমণের শিকার হয়েছেন এমন কোনো সংবাদ দেশীয় বা সিঙ্গাপুর ভিত্তিক সংবাদমাধ্যমে পাওয়া যায়নি।

উল্লেখ্য, ৫ আগস্ট শেখ হাসিনা গণআন্দোলনের চাপে প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করেন, যার ফলে আওয়ামী লীগের মন্ত্রিসভা ভেঙে যায়। সরকার পতনের পর মন্ত্রিসভার অনেক সদস্য আত্মগোপনে চলে গেছেন, এবং আইনশৃঙ্খলা বাহিনী ইতোমধ্যে তাদের মধ্যে কয়েকজনকে গ্রেপ্তার করেছে।

সুতরাং, ২০০৮ সালের ভিন্ন প্রেক্ষাপটের একটি ভিডিওকে সম্প্রতি ওবায়দুল কাদেরকে সিঙ্গাপুরে গণধোলাই খেয়েছেন এমন দাবি করা হয়েছে যা সম্পূর্ণ মিথ্যা।

Result: False

Our Sources
Mashudul Haque YouTube Channel
NewsChecker own analysis


সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান [email protected] অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। আমাদের whatsapp চ্যানেল সাবস্ক্রাইব করুন এখানে ক্লিক করে।এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।

image
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান অথবা whatsapp করুন- +91-9999499044 অথবা আমাদের ইমেল করুন [email protected]​. এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।
No related articles found
Newchecker footer logo
Newchecker footer logo
Newchecker footer logo
Newchecker footer logo
About Us

Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check

Contact Us: [email protected]

790

Fact checks done

FOLLOW US
imageimageimageimageimageimageimage