Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: [email protected]
Fact Check
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে দিয়ে দাবি করা হচ্ছে, মাগুরায় মসজিদে নামাজরত অবস্থায় ইমামকে ছুরিকাঘাত করা হয়েছে।
এমন দাবিতে প্রচারিত পোস্ট দেখুন এখানে।
ভাইরাল ভিডিও হতে প্রাপ্ত কী-ফ্রেম রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে ইন্দোনেশিয়ার গণমাধ্যম tvOneNews এর ইউটিউব চ্যানেলে গত ২৬ আগস্ট প্রকাশিত একটি ভিডিও প্রতিবেদন পাওয়া যায়।
প্রতিবেদনে উল্লেখিত ভিডিওটির সঙ্গে আলোচিত ভাইরাল ভিডিওটির মিল রয়েছে। এতে আরও জানা যায়, দেশটির উত্তর মোরোয়ালি জেলার পূর্ব পেটাসিয়ার উপজেলার টম্পিরা বাইতুর রহমান মসজিদে ফজরের নামাজের সময় ইমামতি করতে গিয়ে মুহাম্মদ জুমালি নামের এক ইমাম ছুরিকাঘাতের শিকার হন।
পরবর্তীতে, ইন্দোনেশিয়ান আরেকটি গণমাধ্যম iforedaksi.com এর ওয়েবসাইটে গত ২৫ আগস্ট “Suasana Salat Subuh Berakhir Mencekam, Imam Masjid Morowali Utara Ditikam” শিরোনামের প্রতিবেদনে উল্লেখ করা হয় যে, ওই দিন ফজরের নামাজের সময় উত্তর মোরোওয়ালির পূর্ব পেটাসিয়ার টম্পিরা গ্রামের বাইতুর রহমান মসজিদের ইমাম মুহাম্মদ জুমালিকে ছুরিকাঘাত করা হয়। ঘটনার পর স্থানীয়রা হামলাকারীকে ধরে মারধর করে এবং পরে তাকে পুলিশের হাতে তুলে দেয়।
এছাড়া, গত ১৩ সেপ্টেম্বর বাংলাদেশ পুলিশের অফিশিয়াল ফেসবুক পেজে প্রকাশিত একটি পোস্টে উল্লেখ করা হয়েছে যে, প্রচারিত ভিডিওটি মাগুরার নয়। এটি আসলে অন্য দেশের ভিডিও, যা মাগুরার ঘটনা দাবি করে ছড়ানো হচ্ছে।
সুতরাং, ইন্দোনেশিয়ায় নামাজরত অবস্থায় ইমামকে ছুরিকাঘাত করার ভিডিওকে বাংলাদেশের ঘটনা দাবিতে প্রচার করা হচ্ছে, যা মিথ্যা।
Our Sources
Bangladesh Police
tvOneNews YouTube
iforedaksi.com report