Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: [email protected]
Fact Check
গাজায় ত্রাণ পৌঁছানোর জন্য সমুদ্রপথে একটি বৈশ্বিক উদ্যোগ হিসেবে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা নামের নৌবহর গত ৩১ আগস্ট স্পেনের বার্সেলোনা থেকে যাত্রা শুরু করেছে। নৌযানগুলো ধীরে ধীরে গাজার দিকে এগিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় নৌবহর নিয়ে গাজার নিকটে ৪৪ দেশের প্রতিনিধিরা দাবিতে সমুদ্রে নৌবহরের যাত্রার একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে।
এমন দাবিতে প্রচারিত পোস্ট দেখুন এখানে এবং এখানে।
ভাইরাল ভিডিও থেকে প্রাপ্ত কী-ফ্রেম রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে batu kaya 21 নামের একটি টিকটক অ্যাকাউন্টে গত ২৬ মে প্রকাশিত একটি ভিডিওর সাথে আলোচিত ভিডিওর মিল পাওয়া যায়।
@batu.kaya.21 #keşfet #İstanbul #şampiyon ♬ orijinal ses – batu kaya 21
উক্ত ভিডিওটি পর্যালোচনা করে দেখা যায়, নৌবহরের সদস্যদের গায়ে একটি নির্দিষ্ট জার্সি ও পতাকা যুক্ত রয়েছে। ক্যাপশনে উল্লেখিত “গ্যালাতাসারে” নামের সঙ্গে টার্কিশ ফুটবল ক্লাব গ্যালাতাসারে জার্সি ও পতাকার যথেষ্ট মিল পাওয়া যায়।
পরবর্তীতে, গ্যালাতাসারের অফিশিয়াল এক্স অ্যাকাউন্টে গত ২৬ মে তে প্রকাশিত একই নৌবহরের একটি ভিডিও পাওয়া যায়।
মূলত, ক্লাবটি ১৮ মে তারিখে তুর্কি সুপার লিগে চ্যাম্পিয়ন হয়। ক্লাবটির এক্স অ্যাকাউন্টে ২৬ মে প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, সমর্থকরা এই সাফল্য উদযাপন করতে বোট নিয়ে সমুদ্রে গিয়েছিল।
সুতরাং, নৌবহর নিয়ে গাজার নিকটে ৪৪ দেশের প্রতিনিধিরা দাবিতে মে মাসের ভিন্ন ঘটনার পুরোনো ভিডিও প্রচার করা হয়েছে, যা সম্পূর্ণ মিথ্যা।
Our Sources
Batukaya21 TikTok
Galatasaray SK on X
Reuters