Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: [email protected]
Fact Check
বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার জাকের আলী অনিকের বাড়িতে আগুন দিয়েছেন ক্রিকেট ভক্তরা, এমন দাবিতে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকে
পোস্টগুলো দেখুন এখানে এবং এখানে।
ভাইরাল ভিডিও থেকে প্রাপ্ত কী-ফ্রেম রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে প্রথম আলোর ইউটিউব চ্যানেলে গত বছরের ৫ই আগস্ট প্রচারিত একটি ভিডিও পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত ভিডিওর মিল রয়েছে।
প্রথম আলোর ভিডিওর ক্যাপশন থেকে জানা যায় যে, প্রচারিত ভিডিওটি বাংলাদেশের সাবেক ক্রিকেটার ও নড়াইল-২ আসনের সাবেক এমপি মাশরাফি বিন মুর্তজার বাড়িতে হামলা ও ভাঙচুরের দৃশ্য।
পরবর্তীতে, প্রথম আলোর ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত বছরের ৫ আগস্ট বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগের খবর ছড়িয়ে পড়ার পর নড়াইলের সাধারণ মানুষ আনন্দ উল্লাসে মেতে ওঠে। ওইদিন বিকেলে নড়াইল শহরের চৌরাস্তায় বিজয়োৎসব শেষে তারা মহিষখোলায় অবস্থিত জাতীয় সংসদের হুইপ ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজার বাড়িতে হামলা ও ভাঙচুর চালায়। কিছু সময় পর বাড়িটিতে আগুন ধরিয়ে দেওয়া হয়।
অর্থাৎ, ভিডিওটি জাকের আলী অনিকের বাড়িতে আগুন দেওয়ার নয়। তাছাড়া, জাকের আলী অনিকের বাড়িতে আগুন দেওয়ার কোনো ঘটনাও ঘটেনি এবং এ বিষয়ে কোনো প্রমাণ বা তথ্যও পাওয়া যায়নি।
উল্লেখ্য, গত ২৫শে সেপ্টেম্বর রাতে এশিয়া কাপ সুপার ফোরে পাকিস্তান ও বাংলাদেশের মধ্যকার ম্যাচটি অনুষ্ঠিত হয়। ম্যাচে পাকিস্তান বাংলাদেশকে ১৩৫ রানের লক্ষ্য দেয়। জবাবে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১২৪ রান সংগ্রহ করতে সক্ষম হয়। ফলে বাংলাদেশকে ১১ রানে পরাজিত করে ফাইনালে উঠে পাকিস্তান। উক্ত ম্যাচে বাংলাদেশের অধিনায়ক ছিলেন জাকের আলী অনিক।
সুতরাং, মাশরাফির বাড়িতে আগুন দেওয়ার পুরোনো ভিডিওকে ক্রিকেটার জাকের আলী অনিকের বাড়িতে আগুন দেওয়ার দৃশ্য দাবিতে প্রচার করা হয়েছে, যা মিথ্যা।
Our Sources
Prothom Alo YouTube
Prothom Alo Website