বুধবার, জানুয়ারি 22, 2025
বুধবার, জানুয়ারি 22, 2025

HomeFact CheckFact Check: মার্কিন গোয়েন্দা সংস্থার শীর্ষে বসেই বাংলাদেশে সংখ্য়ালঘুদের আক্রমণ প্রসঙ্গে মুখ...

Fact Check: মার্কিন গোয়েন্দা সংস্থার শীর্ষে বসেই বাংলাদেশে সংখ্য়ালঘুদের আক্রমণ প্রসঙ্গে মুখ খুললেন তুসলী গাবার্ড?

Claim

আমেরিকার ন্য়াশনাল ইন্টেলিজেন্সের ডিরেক্টর পদে বসেই বাংলাদেশে সংখ্য়ালঘুদের উপর আক্রমণ নিয়ে মহম্মদ ইউনুসের সরকারের সমালোচনা করেছেন তুলসী গাবার্ড

Fact

ভাইরাল ভিডিয়োর কিফ্রেমের রিভার্স ইমেজ সার্চ করলে দেখা যায় যে, ২০২১ সালের ২ এপ্রিল নিজের অফিসিয়াল এক্স হ্য়ান্ডেলে ভিডিয়োটি পোস্ট করেছিলেন তুলসী গাবার্ড। তখন বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা ও ক্ষমতায় ছিল তাঁর দল আওয়ামি লিগ। 

এর থেকেই স্পষ্ট যে, ভাইরাল দাবিটি ভুয়ো এবং ভিডিয়োটি পুরনো।

Result: Missing Context

Source
X post by Tulsi Gabbard, Dated April 2, 2021 

সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান [email protected] অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular