সোমবার, ডিসেম্বর 30, 2024
সোমবার, ডিসেম্বর 30, 2024

HomeFact CheckFact Check: প্রেসিডেন্ট হয়েই মুজিবের সমাধিতে শ্রদ্ধা জানাচ্ছেন ট্রাম্প? ভাইরাল ছবির সত্য়তা...

Fact Check: প্রেসিডেন্ট হয়েই মুজিবের সমাধিতে শ্রদ্ধা জানাচ্ছেন ট্রাম্প? ভাইরাল ছবির সত্য়তা জানুন

Claim: নয়া মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে প্রথমেই শেখ মুজিবর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প।

Fact: ভাইরাল ছবিটি সম্পাদিত এবং দাবিটি ভুয়ো।

সোশ্য়াল মিডিয়ায় একটি ছবি ছড়িয়েছে, যেখানে দেখা যাচ্ছে যে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ছবিকে ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন, নয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সঙ্গে রয়েছেন তাঁর স্ত্রী তথা আমেরিকার নয়া ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবিটি ফেসবুকে পোস্ট করে অনেকেই লিখেছেন, “ইউসুফ সরকারের চরম মুল্য দেওয়া শুরু!  ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হয়েই বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানালেন। এরমধ্যেই ট্রাম্প হাসিনা কে ফোন দিয়ে প্রধানমন্ত্রী পদে ফিরে আসার জন্য অনুরোধ করা শুরু করে দিছে।”

Fact Check/ Verification

ভাইরাল ছবিটির রিভার্স ইমেজ সার্চ করলে দেথা যায় যে, ২০২০ সালের ২৫ ফেব্রুয়ারি একই ধরনের একটি ছবি ভারতে নিযুক্ত মার্কিন দূতাবাসের অফিসিয়াল এক্স হ্য়ান্ডেলে পোস্ট করা হয়েছিল। কেবলমাত্র সেই ছবিতে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান কোনও অস্তিত্ব ছিল না। ওই পোস্ট থেকে জানা যায়, সেই বার ভারত সফরে এসে রাজঘাটে গিয়ে মহাত্মা গান্ধীর সমাধিতে শ্রদ্ধা জানিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প ও তাঁর স্ত্রী মেলানিয়া ট্রাম্প।

একই দিনে The Economic Times-এর অফিসিয়াল ইউটিউব চ্য়ানেলেও সেই খবরের ভিডিয়ো আপলোড করা হয়েছিল। সেখানেও ভাইরাল ছবিটি দেখতে পাওয়া যায়।

এছাড়া, CNN, Washington Post, TIMES NOW AajTak -সহ বহু বিদেশি ও দেশি সংবাদমাধ্য়মে ছবিটি একই তথ্য়-সহ ওই সময় প্রকাশিত হয়েছিল। 

Conclusion

সুতরাং বোঝাই যাচ্ছে যে ভাইরাল ছবিটি সম্পাদিত এবং দাবিটি ভুয়ো।

Result: False

Sources
Post by U.S. Embassy India
Report by The Economic Times
Report by CNN
Report by Washington Post
Report by TIMES NOW
Report by AajTak

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular