শনিবার, ডিসেম্বর 21, 2024
শনিবার, ডিসেম্বর 21, 2024

HomeFact CheckFact Check: ভারতীয় পণ্য বর্জনের ডাক দিলো বিএনপি? না, পুরনো ভিডিয়ো-সহ সোশ্যাল...

Fact Check: ভারতীয় পণ্য বর্জনের ডাক দিলো বিএনপি? না, পুরনো ভিডিয়ো-সহ সোশ্যাল মিডিয়ায় ছড়ালো ভুয়ো দাবি

Claim

ভারতীয় পণ্য বয়কট ক্যাম্পেনকে সমর্থন করেছে বিএনপি। ভারতীয় শাল ছুঁড়ে ফেলে দিয়েছেন বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি।

Fact

ইন্টারনেটে কি-ওয়ার্ড সার্চ করলে দেখা যায় যে, ২০ মার্চ একই ভিডিয়ো পোস্ট করেছিল Jamuna TV। ওই পোস্টে লেখা ছিল, “ভারতীয় পণ্য বর্জন করতে দলীয় নেতা-কর্মীদের আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচবি রুহুল কবীর রিজভী। সংহতি জানাতে গিয়ে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গায়ের চাদর ছুঁড়ে ফেলেন তিনি। পরে তাতে আগুনও দেয় নেতাকর্মীরা। আলাদা অনুষ্ঠানে বিএনপি নেতারা বলেন, এই সরকার সর্বগ্রাসী। কেবল রাজনীতি নয়, ক্ষমতার জন্য সমাজের সব কিছু গ্রাস করেছে তারা।”

Somoy News, Prothom Alo Somoyer Konthosor একই সময় খবরটি প্রকাশ করেছিল। 

দৈনিক ইত্তেফাকের একটি প্রতিবেদন থেকে জানা যায় যে, রুহুল কবির রিজভির আন্দোলন নিয়ে দ্বিধাগ্রস্থ ছিল বিএনপি। ওই সময় দলের তরফে জানান হয়েছিল যে, ভারতীয় পণ্য বর্জন রিজভির ব্যক্তিগত সিদ্ধান্ত, বিএনপির নয়। 

বিএনপি-র অফিসিয়াল ওয়েবসাইট খুঁজেও আমরা কোনও এমন বিজ্ঞপ্তি পাইনি যেখানে ভারতীয় পণ্য বর্জনের ঘোষণা করা হয়েছে। 

এরপর যোগাযোগ করা হলে, বিএনপি-র মিডিয়া সেলের প্রধান শায়রুল কবির খান News Checkers-কে জানান, “ভারতীয় পণ্য বয়কট নিয়ে বিএনপি আনুষ্ঠানিকভাবে কোন বিজ্ঞপ্তি বা প্রেস রিলিজ প্রকাশ করেনি।”

অতএব এখন এটা প্রমাণিত যে, ভারতীয় পণ্য বয়কটের ডাক দিয়েছে বিএনপি দাবিটি মিথ্যে এবং সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ভিডিয়োটি পুরনো। 

Result: False

Sources
Video by Jamuna TV
Report by Somoy News, Prothom Alo Somoyer Konthosor

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular