বুধবার, জানুয়ারি 22, 2025
বুধবার, জানুয়ারি 22, 2025

HomeFact CheckFact Check: বিশ্বব্যাংকের সামনে শেখ হাসিনা ভোট চোর স্লোগানের ভিডিওটি এডিটেড

Fact Check: বিশ্বব্যাংকের সামনে শেখ হাসিনা ভোট চোর স্লোগানের ভিডিওটি এডিটেড

Claim
বিশ্বব্যাংক কার্যালয়ের সামনে ‘শেখ হাসিনা ভোট চোর’ স্লোগানে মুখরিত
Fact
দাবিটি মিথ্যা। শেখ হাসিনা ভোট চোর স্লোগানটি ভিন্ন একটি সাউন্ডট্র্যাক হতে এনে এডিট করে বসানো হয়েছে। 

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্প্রতি যুক্তরাষ্ট্র সফরের সময়ে বিশ্বব্যাংক এর কার্যালয়ের সামনের একটি ভিডিও ক্লিপে “শেখ হাসিনা ভোট চোর” স্লোগান যুক্ত করে প্রচার করে দাবি করা হয়েছে শেখ হাসিনা ভোটচোরে মুখরিত বিশ্বব্যাংক কার্যালয়।এমন দাবিতে প্রচারিত ভিডিওটি দেখুন এখানে, এখানে এবং এখানে। 

হাসিনা

নিউজচেকার যাচাই করে দেখেছে দাবিটি মিথ্যা।

Fact-Check/Verification

বিষয়টির সত্যতা নিশ্চিত করতে একাধিক কী-ওয়ার্ড সার্চের মাধ্যমে usanewsonline.com’ নামের একটি ফেসবুক পেজে গতকাল ২ মে তে প্রকাশিত মূল ভিডিওটি খুঁজে পাওয়া যায়। মূল ভিডিওটি পর্যবেক্ষণ করে দেখা যায় সেখানে শেখ হাসিনা ভোট চোর স্লোগান নেই।

পরবর্তীতে, “শেখ হাসিনা ভোট চোর” কী-ওয়ার্ড সার্চের মাধ্যমে “Uttr Kushiyara Union Juba Dal” নামের একটি ইউটিউব চ্যানেলে ২০২২ সালের ১৮ নভেম্বরে প্রকাশিত মূল সাউন্ডট্র্যাক সহ ভিডিওটি খুঁজে পাওয়া যায়।

উল্লেখ্য, বিশ্বব্যাংক সদর দপ্তরের সামনে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানাতে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা জড়ো হলে সেখানে রাস্তার বিপরীতে পাশে বিক্ষোভরত যুক্তরাষ্ট্র বিএনপি’র নেতাকর্মীদের সাথে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে দুপক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনাও ঘটেছে। 

Conclusion

বাংলাদেশ ও বিশ্ব ব্যাংকের মধ্যে অংশীদারিত্বের ৫০ বছর উপলক্ষে আয়োজিত একটি অনুষ্ঠানে যোগদান শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িতে ওঠার পূর্বমুহুর্তে ধারণ করা একটি ভিডিওতে ‘শেখ হাসিনা ভোট চোর’ শীর্ষক পুরোনো স্লোগানের সাউন্ডট্র্যাক যুক্ত করে ভিডিওটি বিশ্বব্যাংক কার্যালয়ের সামনে ‘শেখ হাসিনা ভোট চোর’ স্লোগান দেওয়ার ভিডিও দাবি করে প্রচার করা হয়েছে

Result: False

Our Sources
Usaonlinenews.com facebook post
Uttr Kushiyara Union Juba Dal YouTube Channel
The Daily Star
VOA Bangla


সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান [email protected]। এছাড়াও আমাদের সাথে Contact Us – ফর্মের মাধ্যমে যোগাযোগ করতে পারেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular