শনিবার, নভেম্বর 23, 2024
শনিবার, নভেম্বর 23, 2024

HomeFact Check‘বাসে অর্ধেক ভাড়া দাবি’ আন্দোলনের ছবিকে বিকৃত করে প্রচার

‘বাসে অর্ধেক ভাড়া দাবি’ আন্দোলনের ছবিকে বিকৃত করে প্রচার

সম্প্রতি “লাইসেন্স বিহীন সরকার, এই মূহুর্তে বাংলা ছাড়” শিরোনামে শিক্ষার্থীদের ব্যানার হাতে একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। নিউজচেকার যাচাই করে দেখেছে ছবিটি এডিট করা।

বাস
ভাইরাল কিছু পোস্টের আর্কাইভ ভার্সন দেখুন এখানে, এখানে এবং এখানে

Fact Check / Verification

রিভার্স ইমেজ সার্চ করে গত ০৫ ডিসেম্বরে বিডিনিউজ২৪ পত্রিকার অনলাইন সংস্করণে “Bus owners accept 50% student discount in all metropolitan areas” শিরোনামে প্রকাশিত প্রতিবেদনে শিক্ষার্থীদের ব্যানার হাতে থাকা মূল ছবিটি খুঁজে পাওয়া যায়। ছবিটিতে বাসে অর্ধেক ভাড়া পাসের দাবিতে আন্দোলনরত এক শিক্ষার্থীর হাতে “হাফ পাস ভিক্ষা না, আমাদের অধিকার” হাতে লেখা একটি ব্যানার দেখা যায় এবং নিচে বিডিনিউজ২৪ এর জলছাপ রয়েছে।

Screenshot from bdnews24 webiste.

মূলত, আসল ছবির ব্যানারে থাকা “হাফ পাস ভিক্ষা না, আমাদের অধিকার” লেখাটিকে এডিট করে “লাইসেন্স বিহীন সরকার, এই মূহুর্তে বাংলা ছাড়” লেখায় প্রতিস্থাপন করে ফেসবুকে ভাইরাল করা হচ্ছে।

এডিটেড ব্যানার (বায়ে) এবং অরজিনাল ব্যানার (ডানে)

এছাড়া, দ্যা ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস পত্রিকার অনলাইন সংস্করণে ০৫ ডিসেম্বরে প্রকাশিত প্রতিবেদনে একই ছবিটির উপস্থিতি লক্ষ্য করা যায়।

Conclusion

বাসে অর্ধেক ভাড়া বাস্তবায়নের আন্দোলনের একটি ছবি এডিট করে “লাইসেন্স বিহীন সরকার এই মূহুর্তে বাংলা ছাড়” লিখে ফেসবুকে ভাইরাল করা হচ্ছে।

Read More: নেপাল-ইন্দোনেশিয়ার ভূমিকম্পের পুরোনো ভিডিওকে বাংলাদেশের দাবিতে প্রচার

Result – False

Our Sources:

Bdnews24: https://bdnews24.com/bangladesh/2021/12/05/bus-owners-accept-50-student-discount-in-all-metropolitan-areas

The Financial Express:
https://thefinancialexpress.com.bd/national/bus-owners-accept-50pc-student-discount-in-all-metropolitan-areas-1638692581


সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান [email protected]। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular