বুধবার, নভেম্বর 20, 2024
বুধবার, নভেম্বর 20, 2024

HomeFact Checkনা, মাসিকের সময় শসা, নারকেল বা ঠাণ্ডা পানি পান করলে বা তলপেটে...

না, মাসিকের সময় শসা, নারকেল বা ঠাণ্ডা পানি পান করলে বা তলপেটে আঘাতে ‘জরায়ু ক্যান্সার’ বা ‘বন্ধ্যাত্ব’ হবে না

সম্প্রতি টিকটকে ভাইরাল একটি পোস্টে নারীদের মাসিকের সময় বিভিন্ন বিধিনিষেধ মেনে চলতে পরামর্শ দেয়। দাবি করা হয়, এই পরামর্শ মেনে চললে সম্ভবত “বন্ধ্যাত্ব” এবং “জরায়ু ক্যান্সার” থেকে এড়ানো সম্ভব। এই ভিডিওটি ৯৭ হাজার লাইক ও প্রায় ১৯ হাজারবার শেয়ার করা হয়েছে। 

স্ত্রীরোগ ও ক্যান্সার বিশেষজ্ঞরা বলছেন যে দাবিগুলোর কোনোটিই সত্য নয়।

Fact Check/  Verification

টিকটিক ভিডিওটিতে নারীদের মাসিকের সময় ৪টি বিধিনিষেধ মেনে চলার পরামর্শ দেয়া হয়। ভিডিওটিতে রয়েছে একজন নারী চিকিৎসকের উপস্থিতি। 

প্রথমেই বলা হয়, মাসিক চলাকালীন সময় ঠান্ডা জল, কোল্ড ড্রিংক্স বা নারিকেল খাবেন না। 

দ্বিতীয়ত, পিরিয়ড চলাকালীন মাথায় শেম্পু ব্যবহার করবেন না, এটি হেয়ারফল এবং দীর্ঘস্থায়ী মাথাব্যাথার কারণ হতে পারে। 

তৃতীয়ত, এ সময় শসা খাবেন না। শসার রস পিরিয়ডের রক্তকে জরায়ুর প্রাচীরে আটকে দিতে পারে, পরবর্তীতে এটি বন্ধাত্ব সৃষ্টির সম্ভবনা থাকে। 

Screengrab from Tiktok

শেষ এবং চতুর্থ পরামর্শটি হলো – এছাড়াও লক্ষ রাখবেন মাসিকের সময় যেন শরীরে বিশেষ করে পেটে কোনও আঘাত না লাগে, এ সময় জরায়ু খুব সফট নাজুক অবস্থায় থাকে। অল্প আঘাতে মারাত্মক ক্ষতিগ্রস্থসহ পরবর্তীতে জরায়ু ক্যান্সার, ঘা, অন্যান্য সমস্যা হতে পারে।  

Screengrab from Tiktok

এই বিষয়ে বিস্তারিত জানতে নিউজচেকার যেগাযেগ করে স্ত্রীরোগ বিশেষজ্ঞদের সাথে।

জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের National Institute of Cancer Research & Hospital (NICRH) স্ত্রীরোগ ও ক্যান্সার বিভাগীয় প্রধাণ অধ্যাপক ড. রোকেয়া আনোয়ার নিউজচেকারকে দেয়া সাক্ষাৎকারে জানান, উপরোক্ত দাবিগুলোর সাথে মাসিক বা জরায়ুর মুখের ক্যান্সারে কোনও সম্পর্ক নেই। এছাড়াও নেই কোনও বৈজ্ঞানিক ভিত্তি।

মাসিকের সময় শসা খাওয়া, নারকেল বা ঠাণ্ডা পানি পানের সাথে মাসিকের কোনও সম্পর্ক নেই, এবং মাসিকের সময় এই খাবার বা পানীয় নিয়ে নেই কোনও বিধিনিষেধ। জরায়ুর মুখে ক্যান্সার বা বন্ধ্যাত্বের সাথে এই খাবারের সম্পর্ক, তারও নেই কোনও বৈজ্ঞানিক প্রমাণ, বলেন ড. রোকেয়া আনোয়ার।

মাসিক চলাকালীন সময়ে বা আগে প্রাথমিক ডিসমেনোরিয়া (Primary dysmenorrhea) দেখা দিতে পারে, অর্থাৎ মাথা ব্যাথা, তলপেটে ব্যাথা – যা নির্ভর করে হরমোন বা খাদ্যাভাসের উপর। মাসিকের সময় চুলে শেম্পু করলে দীর্ঘস্থায়ী মাথা ব্যাথার কারণ, এই দাবিটিরও নেই কোনও বৈজ্ঞানিক প্রমাণ।

জরায়ুর মুখে ক্যান্সার

জাতীয় স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, হিউম্যান প্যাপিলোমাভাইরাস (এইচপিভি) Human papillomavirus (HPV) হল প্রজনন ট্র্যাক্টের সবচেয়ে বেশি হওয়া ভাইরাল সংক্রমণ এবং এইচপিভি নামক ভাইরাসকে জরাযুর মুথের ক্যান্সারের কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এইচপিভি যৌন সংক্রামিত রোগের মধ্যে অন্যতম যদিও, সব এইচপিভি জরায়ুর মুখে ক্যান্সারের কারণ নয়।

জরায়ুমুখ পরীক্ষা করলে প্রাথমিক অবস্থাতেই জরায়ুর ক্যান্সারের পূর্বলক্ষণ ধরা পড়ে। কলপোস্কপি পরীক্ষার মাধ্যমে জরাযুর ক্যান্সার সম্পর্কে নিশ্চিত হওয়া যায়।

ড. রোকেয়া আনোয়ার বলেন, জরায়ুর মুখে ক্যান্সারের সম্পর্ক আছে যৌন সংক্রামিত রোগের সাথে। বর্তমানে, একটি পরীক্ষার মাধ্যমে এইচপিভি নির্ণয় করে প্রাথমিক অবস্থায়ই চিকিৎসা সম্ভব। এই ক্যান্সার থেকে শতভাগ মুক্তি পাওয়া যায়। ঘন ঘন সন্তান হওয়া, একের অধিক যৌন সঙ্গী, ও অন্যান্য যৌন রোগ ইত্যাদির কারণে জরায়ুর মুখে ক্যান্সার হতে পারে। তাই দুর্গন্ধযুক্ত স্রাব, সহবাসের সময় রক্তপাত, যৌনাঙ্গে ঘা, বা জরায়ুমুখে দীর্ঘদিন ইনফেকশ থাকলে দ্রুত চিকিৎসকের স্বরণাপন্ন হতে হবে।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রসূতি ও স্ত্রীরোগ বিভাগের সহযোগী অধ্যাপক ডা. রেজাউল করিম কাজলের লেখা একটি প্রতিবেদন অনুযায়ী অশিক্ষা, আর্থ-সামাজিক অবস্থা ও সচেতনতার অভাবে আমাদের দেশের নারীরা জরায়ুমুখ ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন। নারীরা সংকোচের কারণে রোগের লক্ষণগুলো বেশিরভাগ সময় লুকিয়ে রাখেন। নিয়মিত জরায়ুমুখ পরীক্ষা করে প্রাথমিক অবস্থায় রোগ নির্ণয় বা রোগের পূর্বলক্ষণ সনাক্ত করা গেলে সামান্য চিকিৎসা দিয়ে জরায়ুমুখ ক্যান্সার থেকে মুক্ত থাকা যায়।

ওয়ালিদের বিসিএসে প্রথম হওয়ার খবরটি ৬ বছর পুরোনো

Conclusion

মাসিকের সময় শসা, নারকেল বা ঠাণ্ডা পানি পান করলে বা তলপেটে আঘাতে ‘জরায়ু ক্যান্সার’ বা ‘বন্ধ্যাত্ব’ হবে না। এই দাবিগুলোএ কোনও বৈজ্ঞানিক প্রমাণ নেই।

Result – Misleading

‌‌Our Sources:

প্রাথমিক সাক্ষাৎকার: অধ্যাপক ড. রোকেয়া আনোয়ার, বিভাগীয় প্রধান (স্ত্রীরোগ ও ক্যান্সার), জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতাল

বিশ্ব স্বাস্থ্য সংস্থা: https://www.who.int/news-room/fact-sheets/detail/human-papillomavirus-(hpv)-and-cervical-cancer

যুগান্তর: https://www.jugantor.com/todays-paper/features/stay-well/430622/%E0%A6%9C%E0%A6%B0%E0%A6%BE%E0%A7%9F%E0%A7%81%E0%A6%AE%E0%A7%81%E0%A6%96%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%AA%E0%A6%B0%E0%A7%80%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A6%BE-%E0%A6%95%E0%A6%B0%E0%A7%87-%E0%A6%95%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%B8%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%A5%E0%A7%87%E0%A6%95%E0%A7%87-%E0%A6%A6%E0%A7%82%E0%A6%B0%E0%A7%87-%E0%A6%A5%E0%A6%BE%E0%A6%95%E0%A7%81%E0%A6%A8


সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান [email protected]। এছাড়াও আমাদের সাথে Contact Us – ফর্মের মাধ্যমে যোগাযোগ করতে পারেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular