Claim- ড. মুহাম্মদ ইউনুস দেশ চালাতে ব্যর্থ। উনি নিজেই বলেছেন পুলিশ তার কথা শুনে না।
Fact- TikoTok এ ব্যবহৃত ভিডিওটি ৭ মাস পুরনো।
“ ড. মুহাম্মদ ইউনুস দেশ চালাতে ব্যর্থ। পুলিশ তার কথা শুনে না” দাবিতে সম্প্রতি টিকটকে একটি ভিডিও প্রচার করা হয়। দেখুন এখানে। ভিডিওতে দাবি করা হয়, ড. মুহাম্মদ ইউনুসের কথা পুলিশ শুনছেন না। তিনি দেশ চালাতে ব্যর্থ হয়েছেন। পোস্টটিতে খালেদ মুহিউদ্দিনের একটি টকশো চলতে দেখা যায়।
নিউজচেকার যাচাই করে দেখেছে দাবিটি মিথ্যা।
Fact check/ Verification
ড. মুহাম্মদ ইউনুস দেশ চালাতে ব্যর্থ দাবিটির সত্যতা যাচাই করতে রিভার্স ইমেজ ও কি-ওয়ার্ড সার্চ পরিচালনা করি। অনুসন্ধানে দেখা যায় টিকটকে প্রচারিত পোস্টে ব্যবহৃত ড. মুহাম্মদ ইউনুসের সাক্ষাতকারের ভিডিওটি ৭ মাস পুরনো। অর্থাৎ ভিডিওটি ড. মুহাম্মদ ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেয়ার পুর্বের। মুল সাক্ষাতকার দেখুন এখানে- মুখোমুখি প্রফেসর মুহাম্মদ ইউনুস।
ভিডিও সাক্ষাতকারটি ২০২৪ সালের ফেব্রুয়ারির ২৩ তারিখে ডি ডব্লিউ বাংলার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়। পক্ষান্তরে ড মুহাম্মদ ইউনুস ২০২৪ সালের ৮ই আগস্ট অর্থাৎ মুল সাক্ষাতকার প্রকাশিত হবার ৬ মাস এর মাথায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। দেখুন এখানে- যমুনা টিভি।
ইন্টারভিউয়ের ১:৫৬ মিনিটে খালেদ মুহিউদ্দিন ড. মুহাম্মদ ইউনুসকে প্রশ্ন করেন, “নিজেকে কতটুকু রক্ষা করতে পারলেন প্রফেসর ইউনুস?”
এর উত্তরে ড. মুহাম্মদ ইউনুস বলেন, “পারলাম না তো।” বিস্তারিত উত্তর দিতে গিয়ে তিনি উক্ত মাসের ১৩ তারিখের একটি ঘটনা উল্লেখ করে বলেন তার অফিস(গ্রামীন ব্যাংক) জবরদখল করার চেষ্টা করা হয় বাইরের লোকদের দ্বারা। পররবর্তীতে পুলিশের কাছে গেলে তারা সহযোগীতা করে নি। (মুল সাক্ষাতকারের ২:২০ মিনিটে)।
উল্লেখ্য, গত ১২ই ফেব্রুয়ারি ২০২৪ তারিখে গ্রামীন ব্যাংক জোরপুর্বক দখল করার চেষ্টা করা হয়। এ বিষয়ে প্রতিবেদন দেখুন এখানে- বিবিসি বাংলা, যুগান্তর।
প্রতিবেদন থেকে জানা যায় গত ১২ই ফেব্রুয়ারি বাইরের কিছু লোক এসে গ্রামীন ব্যাংক ও তার সহযোগী ৮টি প্রতিষ্ঠান দখল করার চেষ্টা করে। পুলিশের কাছ থেকেও এই বিষয়ে কোন সহযোগীতা পাওয়া যায় নি।
টিকটকের ভিডিওটিতে মুল সাক্ষাতকারের এই অংশটুকুই ব্যবহার করা হয়েছে।
অতএব, টিকটকে প্রচারিত ভিডিওতে ড. মুহাম্মদ ইউনুস দেশ চালাতে ব্যর্থ বা পুলিশ কথা শুনছে না বলে স্বীকার করেছেন দাবিটি সত্য নয়।
Conclusion:
মুল ভিডিওর একটি অংশ সম্পাদিত করে ব্যবহার করা হয়। এবং মুল সাক্ষাতকারটি ৭ মাস আগে আপলোড করা হয়। সুতরাং ড. মুহাম্মদ ইউনুস দেশ চালাতে ব্যর্থ স্বীকার করেছেন দাবিতে প্রচারিত ভিডিওটি সত্য নয়।
Result: False
Our Sources :
মুখোমুখি প্রফেসর মুহাম্মদ ইউনুস বিবিসি বাংলা, যুগান্তর।
যে কোন বিষয়ের সত্যতা জানতে, মতামত অথবা অভিযোগ প্রদানে আমাদের ই-মেইল করুন এই ঠিকানায়- [email protected]. এছাড়াও ভিজিট করুন আমাদের Contact Us পেইজটি এবং নির্দিষ্ট ফর্মটি পূরণ করুন।