বুধবার, জানুয়ারি 22, 2025
বুধবার, জানুয়ারি 22, 2025

HomeFact CheckViralFact check: পদত্যাগ করেছেন উপদেষ্টা ড আসিফ নজরুল? না, ভাইরাল দাবিটি সত্য...

Fact check: পদত্যাগ করেছেন উপদেষ্টা ড আসিফ নজরুল? না, ভাইরাল দাবিটি সত্য নয়

Claim– উপদেষ্টার দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন ড আসিফ নজরুল
Fact–  ড আসিফ নজরুল পদত্যাগের ঘোষণা দেন নি। 

নতুন অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পাওয়া ড আসিফ নজরুল পদত্যাগ করেছেন দাবিতে তার একটি ফেসবুক লাইভ সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। ভাইরাল ভিডিওতে তাকে পদত্যাগ শব্দটি ব্যবহার কর‍তে শুনা যায়। ভিডিওগুলো দেখুন এখানেএখানে। 

ভাইরাল পোস্টের স্ক্রিনশট
কার্টেসিঃ টিকটক/ইউজার

নিউজচেকার যাচাই করে দেখেছে দাবিটি মিথ্যা। 

Fact check/Verification 

পদত্যাগ করেছেন ড আসিফ নজরুল দাবিটির সত্যতা যাচাই কর‍তে আমরা প্রাথমিকভাবে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ পরিচালনা করি। বিভিন্ন প্রতিবেদন ও সংবাদ মাধ্যমে তার সাম্প্রতিক কর্মকান্ড পর্যবেক্ষণ করে নিশ্চিত করা যায় যে অন্তর্বর্তীকালীন সরকারের আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ডঃ আসিফ নজরুল পদত্যাগ করেননি। প্রথম আলো, ড আসিফ নজরুল(ফেসবুক পেইজ)

আমরা রিভার্স ইমেজ সার্চ পরিচালনার মাধ্যমে ভাইরাল পোস্টে ব্যবহৃত ভিডিওটির মুল উৎস খুজে পাই। অধ্যাপক আসিফ নজরুল তার ভেরিফায়েড ফেসবুক পেজে ‘’প্রধান বিচারপতির পদত্যাগ’ ক্যাপশনে গত ১০ই আগস্ট একটি ভিডিও বার্তায় জানান প্রধান বিচারপতি কিছুক্ষণ আগে(১০ই আগস্ট) পদত্যাগ করেছেন। দেখুন এখানে। 

প্রধান বিচারপতির পদত্যাগ নিয়ে করা ফেসবুক ভিডিও বার্তা
কার্টেসিঃ ড আসিফ নজরুল/ফেসবুক

মুল ভিডিওর একটি বিশেষ অংশ(পদত্যাগ শব্দটি যে অংশে বিদ্যমান) সম্পাদিত করে তা অপ প্রচারে ব্যবহার করা হয়।  

গত ১০ই আগস্ট সাবেক প্রধান বিচারপতি ওবায়দুল হাসান ও আপিল বিভাগের ৫ বিচারপতি একসাথে পদত্যাগ পত্র জমা দেন। জনতার আন্দোলনের মুখে ওবায়দুল হাসান ও ৫ বিচারপতি পদত্যাগের নীতিগত সিদ্ধান্ত নেন। দেখুন এখানে- প্রথম আলো, বিবিসি বাংলা। 

সম্প্রতি ড আসিফ নজরুল সংবাদ মাধ্যমের আড়ালে চলে গেলে তার দায়িত্ব থেকে সরে দাড়ানোর নানারকম গুজব তৈরী হয়। তবে গত ১৬ই সেপ্টেম্বর এক ফেসবুক লাইভে এসে তিনি এসব গুজবকে ভিত্তিহীন ও অসত্য বলে দাবি করেন ও সংবাদ মাধ্যমের আড়ালে থাকার কারণ ব্যখ্যা করেন। ড আসিফ নজরুল, এটিএন নিউজ, বাংলা ভিশন। 

অর্থাৎ, অন্তর্বর্তীকালীন সরকারের আইন বিষয়ক উপদেষ্টা ড আসিফ নজরুল তার পদ থেকে সড়ে দাড়ানোর বিষয়টি গুজব।

Conclusion

অতএব, অধ্যাপক আসিফ নজরুল এর পদত্যাগের দাবিতে ভাইরাল ভিডিওটি সাবেক প্রধান বিচারপতি ওবায়দুল হাসান এর পদত্যাগের বিষয়ক ছিলো। 

Result: False

Our Sources: 
ড আসিফ নজরুল(ফেসবুক পেইজ)
ড আসিফ নজরুল, এটিএন নিউজ, বাংলা ভিশন। 


যে কোন বিষয়ের সত্যতা জানতে, মতামত অথবা অভিযোগ প্রদানে আমাদের ই-মেইল করুন এই ঠিকানায়- [email protected]. এছাড়াও ভিজিট করুন আমাদের Contact Us পেইজটি এবং নির্দিষ্ট ফর্মটি পূরণ করুন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular