Claim
ছোট্ট দিঘী এখন চিত্রনায়িকা
Fact
ভিডিওটি ডিপফেক প্রযুক্তির দ্বারা সানি লিওনের নাচের একটি দৃশ্যে সানি লিওনের মুখের স্থলে দীঘি’র মুখমণ্ডল বসিয়ে তৈরি করা হয়েছে
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বাংলাদেশি চিত্রনায়িকা এবং মডেল প্রার্থনা ফারদিন দীঘির একটি নাচের ভিডিও ছড়িয়ে পড়ে। এমন কিছু পোস্ট দেখুন এখানে এবং এখানে।
উল্লেখ্য কমেন্টে নেটিজেনরা এই ভিডিওটিকে বাস্তব ভেবেই নিয়েছেন যে নাচের এই ব্যক্তিটি দিঘী।
নিউজচেকার-বাংলাদেশ যাচাই করে দেখেছে দাবিটি মিথ্যা।
Fact-Check/Verification
দাবিটির সত্যতা যাচাই করতে ভিডিওটির কী-ফ্রেম রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে ইউটিউবে Zee Music Company এর চ্যানেলে ২০২৩ সালের ০৮ অক্টোবর ‘Mera Piya Ghar Aaya 2.0’ শিরোনামে প্রকাশিত একটি মিউজিক ভিডিও খুঁজে পাওয়া যায়।
মিউজিক ভিডিওটি’র একটি অংশের সাথে আলোচিত দিঘীর নাচ দাবির ভিডিওটি’র মিল পাওয়া যায়। ভিডিওটিতে দেখানো দীঘির পোশাক, অঙ্গভঙ্গি, ব্যাকগ্রাউন্ড ও অন্যান্য বস্তুর সাথে এই ভিডিওটিতে দেখানো সানি লিওনের পোশাক, অঙ্গভঙ্গি, ব্যাকগ্রাউন্ড এবং আনুষঙ্গিক বিষয়বস্তুর মিল রয়েছে।
অর্থাৎ, ভিডিওটি ডিপফেক প্রযুক্তির দ্বারা তৈরি করা হয়েছে। ডিপফেক ভিডিওতে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) প্রযুক্তি ব্যবহার করে একজন ব্যক্তির মুখের অবয়ব এবং কন্ঠকে অন্য কারোর সাথে প্রতিস্থাপন করা হয়।
Read More: ছাত্রদল সভাপতি রাশেদ ইকবাল খান এর ডিপফেক ভিডিও ছড়ালো ফেসবুকে
Conclusion
চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘি’র নাচের ভিডিও দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়েছে যা সত্য নয়।
Result: False
Our Sources
Newschecker Own Analysis
Zee Music YouTube
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান [email protected] অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। আমাদের WhatsApp চ্যানেল সাবস্ক্রাইব করুন এখানে ক্লিক করে।এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।