সোমবার, ডিসেম্বর 30, 2024
সোমবার, ডিসেম্বর 30, 2024

HomeUncategorized @bnFact Check: ঢাকা জিরো পয়েন্টে ছাত্রলীগের মিছিল দাবিতে প্রচারিত ভিডিওটি পুরোনো 

Fact Check: ঢাকা জিরো পয়েন্টে ছাত্রলীগের মিছিল দাবিতে প্রচারিত ভিডিওটি পুরোনো 

Claim

সম্প্রতি সামাজিক মাধ্যম টিকটকে ৯ নভেম্বর রাত একটায় ঢাকা জিরো পয়েন্ট এলাকা ছাত্রলীগের দখল করার দৃশ্যে দাবিতে একটি ভিডিও প্রচার করা হয়েছে। এমন দাবিতে প্রচারিত পোস্ট দেখুন এখানে

মিছিল

Fact

বিষয়টির সত্যতা যাচাই করতে ভিডিও হতে প্রাপ্ত কী-ফ্রেম রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে জাকারিয়া ইবনে ইউসুফের ফেসবুক পেজে ২০২০ সালের ০৫ ডিসেম্বর প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির দৃশ্যের মিল খুঁজে পাওয়া গেছে।  

ভিডিওটির বিস্তারিত অংশ হতে জানা যায়, ২০২০ সালে কুষ্টিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদস্বরূপ এবং জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে ছাত্রলীগ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে।

তাছাড়া, একই ভিডিও খুঁজে পাওয়া যায় জাতীয় দৈনিক যুগান্তরের ফেসবুক পেজে ২০২০ সালের ৫ ডিসেম্বর প্রকাশিত একটি পোস্টে। 

 

উল্লেখ্য, মিডিয়া সূত্র অনুযায়ী, ৯ নভেম্বর ২০২৪ তারিখে নিষিদ্ধ ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ বঙ্গবন্ধু এভিনিউতে কোনো বিক্ষোভ মিছিল করেছে এমন কোনো খবর বা তথ্য পাওয়া যায়নি।

অর্থাৎ, ৯ নভেম্বরে বঙ্গবন্ধু এভিনিউতে ছাত্রলীগের বিক্ষোভ মিছিলের ভিডিওর দাবিতে ২০২০ সালের একটি ভিন্ন ঘটনার ছাত্রলীগের বিক্ষোভ মিছিলের ভিডিও প্রচার করা হয়েছে, যা বিভ্রান্তিকর।

Result: Missing Context 

Our Sources
Jugantor 
Zakaria Ibn Yusuf


যে কোন বিষয়ের সত্যতা জানতে, মতামত অথবা অভিযোগ প্রদানে আমাদের ই-মেইল করুন এই ঠিকানায়- [email protected]. এছাড়াও ভিজিট করুন আমাদের Contact Us পেইজটি এবং নির্দিষ্ট ফর্মটি পূরণ করুন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular