শুক্রবার, এপ্রিল 26, 2024
শুক্রবার, এপ্রিল 26, 2024

HomeFact CheckFact Check: না, এই ভিডিওটি ঘূর্নিঝড় মোখার নয় 

Fact Check: না, এই ভিডিওটি ঘূর্নিঝড় মোখার নয় 

Claim
সিডরের চেয়েও শক্তিশালী ঘূর্নিঝড় মোখা 
Fact
ভিডিওটি ঘূর্ণিঝড় মোখার নয় বরং ২০২০ সালে যুক্তরাষ্ট্রে সংঘটিত হওয়া হারিকেন জেটার তাণ্ডবের ক্লিপ

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকে একটি ভিডিও প্রচার করে দাবি করা হয় শক্তিশালী ঘুর্ণিঝড় মোখার একটি ক্লিপ। ভাইরাল ভিডিওটি দেখুন এখানে। 

মোখা

নিউজচেকার যাচাই করে দেখেছে দাবিটি মিথ্যা।

Fact-Check/Verification

বিষয়টির সত্যতা নিশ্চিত করতে ভিডিও হতে প্রাপ্ত কী-ফ্রেম রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে Max Olsen Chasing নামের একটি ইউটিউব চ্যানেলে ২৯ অক্টোবর ২০২০ সালে “Extreme Hurricane Zeta Throws Building in the Air” শিরোনামে প্রকাশিত মূল ভিডিওটি খুঁজে পাওয়া যায়। 

মূলত ভিডিওটি ২০২০ সালে সংঘটিত হওয়া হারিকেন জেটার একটি ফুটেজ যেটি ধারণ করেছেন ম্যাক্স অলসেন নামের একজন ইউটিউবার। ম্যাক্স ওলসেনের ইউটিউব চ্যানেল পর্যবেক্ষণ করে দেখা যায় তিনি পূর্ববর্তী সময়েও বিভিন্ন ঘুর্ণিঝড় কিংবা হারিকেনের ফুটেজ ধারণ করে প্রকাশ করেছেন। 

Conclusion

২০২০ সালের হারিকেন জেটার ক্লিপকে সম্প্রতি হওয়া ঘূর্নিঝড় মোখার ফুটেজ দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকে প্রচার করা হয়েছে। 

Result: False

Our Sources
Max Olsen Chasing YouTube


সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in। এছাড়াও আমাদের সাথে Contact Us – ফর্মের মাধ্যমে যোগাযোগ করতে পারেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular