বুধবার, ডিসেম্বর 25, 2024
বুধবার, ডিসেম্বর 25, 2024

HomeFact CheckFact check: ঘূর্ণিঝড় মোখায় সেন্ট মার্টিনে ২ জন নিহতের খবরটি কি সত্যি?...

Fact check: ঘূর্ণিঝড় মোখায় সেন্ট মার্টিনে ২ জন নিহতের খবরটি কি সত্যি? জানুন এখানে 

Claim- ঘূর্ণিঝড় মোখায় সেন্ট মার্টিনে ২ জন নিহত
Fact- এই প্রতিবেদনটি লেখা অবধি মোখার আঘাতে বাংলাদেশের কোথাও নিহতের ঘটনার প্রমাণ পাওয়া যায় নি।

‘ঘূর্ণিঝড় মোখায় বাংলাদেশের সেইন্ট মার্টিন দ্বীপে ২ জন নিহত’ দাবিটি সামাজিক যোগাযোগ মাধ্যম ও বেশ কিছু সংবাদ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। দেখুন এখানে- ফেসবুক, ফেসবুক, ফেসবুক, টিকটকটিকটক। 

নিউজচেকার-বাংলাদেশ অনুসন্ধান করে দেখেছে ভাইরাল দাবিটি মিথ্যা।

Fact check/ Verification

গুগল কি ওয়ার্ড সার্চ এর সাহায্যে অনুসন্ধান করে দেখা যায় ঘুর্ণিঝড় মোখা সেন্ট মার্টিনে আঘাত হানলেও সেখানে নিহত হওয়ার কোন খবর গণ মাধ্যমের কোথাও পাওয়া যায় নি। তাছাড়া সরকারের পক্ষ থেকেও এমন কোন বিবৃতি আসে নি এখনও পর্যন্ত। ঘুর্ণিঝড় মোখার ক্ষয়ক্ষতি নিয়ে প্রকাশিত কিছু প্রতিবেদন দেখুন এখানে- বিবিসি বাংলা, প্রথম আলো। 

এসব প্রতিবেদন অনুযায়ী ঘুর্ণিঝড় মোখার আঘাতে সেন্ট মার্টিন, টেকনাফ ও শাহ পরীর দ্বীপে ব্যপক অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়। আহতও হয় বেশ কয়েকজন। তবে কোন প্রাণহানীর ঘটনা এখনো পাওয়া যায় নি। 

প্রথম আলোকে  মুঠোফোনে এক সাক্ষাতকারে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. এনামুর রহমান জানান ঘূর্ণিঝর মোখায় কোন প্রাণহানি হয় নি তবে কক্সবাজারের টেকনাফ ও সেন্ট মার্টিন দ্বীপে ব্যপক ক্ষয়ক্ষতি হয়েছে ঘরবাড়ির যা সংখ্যায় প্রায় ১২ হাজার। 

Conclusion

সুতরাং বলা যেতে পারে এই প্রতিবেদনটি লেখা অবধি ঘূর্ণিঝড় মোখার তান্ডবে সেন্ট মার্টিনে প্রাণহানির কোন ঘটনা ঘটেনি।

Result: False

Our Sources:
বিবিসি বাংলা, প্রথম আলো 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular