বুধবার, জানুয়ারি 22, 2025
বুধবার, জানুয়ারি 22, 2025

HomeFact CheckFact Check: না, ভিডিওতে কোরআন পড়া ব্যক্তিটি ক্রিস্টিয়ানো রোনালদো নন

Fact Check: না, ভিডিওতে কোরআন পড়া ব্যক্তিটি ক্রিস্টিয়ানো রোনালদো নন

Claim
কোরআন পড়ছেন ক্রিস্টিয়ানো রোনালদো 
Fact
এটি ক্রিস্টিয়ানো রোনালদো নন বরং তার চেহারার মত দেখতে বেওয়ার আব্দুল্লাহ নামে এক ব্যক্তি

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকে একটি ভিডিও প্রচার করে দাবি করা হয় জনপ্রিয় ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো কোরআন পড়ছেন। প্রচারিত ভিডিওটি দেখুন এখানে। 

রোনালদো

নিউজচেকার যাচাই করে দেখেছে দাবিটি মিথ্যা।

Fact-Check/Verification

ভিডিও হতে প্রাপ্ত কী-ফ্রেম রিভার্স ইমেজ সার্চ করে Bewar Abdullah নামের একটি টিকটিক অ্যাকাউন্টে ২০২১ সালের ০৭ মে তে প্রকাশিত মূল ভিডিও খুঁজে পাওয়া যায়। 

পরবর্তীতে bewar abdullah সম্পর্কে অনুসন্ধান করে জানা যায় তিনি ক্রিস্টিয়ানো রোনালদোর চেহারার মত দেখতে একজন। তিনি ইংল্যান্ডের বার্মিংহামে থাকেন। 

Conclusion

ক্রিস্টিয়ানো রোনালদোর মত দেখতে বেওয়ার আব্দুল্লাহ এর কোরআন পড়ার ভিডিওকে ক্রিস্টিয়ানো রোনালদো কোরআন পড়ছেন দাবিতে প্রচার করা হয়। 

Result: False

Our Sources

Our Sources
Bewar Abdullah TikTok Account
New York Post


সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান [email protected]। এছাড়াও আমাদের সাথে Contact Us – ফর্মের মাধ্যমে যোগাযোগ করতে পারেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular