রবিবার, ডিসেম্বর 22, 2024
রবিবার, ডিসেম্বর 22, 2024

HomeFact CheckFact Check: ক্রিস্টিয়ানো রোনালদোর গাওয়া ইসলামিক গান দাবিতে প্রচারিত অডিওটি মিথ্যা 

Fact Check: ক্রিস্টিয়ানো রোনালদোর গাওয়া ইসলামিক গান দাবিতে প্রচারিত অডিওটি মিথ্যা 

Claim
পর্তুগিজ ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদোর গাওয়া একটি ইসলামিক গান
Fact 
গানটি ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদোর গাওয়া নয় বরং মাহির জেইন নামক সুইডিশ শিল্পীর গাওয়া একটি গানকে ডিজিটাল প্রযুক্তির সাহায্যে এডিট করে রোনালদোর গাওয়া গান দাবিতে প্রচার করা হচ্ছে

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকে পর্তুগিজ ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদোর গাওয়া গান দাবিতে একটি ইসলামিক গানের ভিডিও প্রচার করা হয়েছে। প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে এবং এখানে। 

ক্রিস্টিয়ানো
Screenshot taken from TikTok/@cr7fanbd3 profile

নিউজচেকার-বাংলাদেশ যাচাই করে দেখেছে দাবিটি মিথ্যা।

Fact-Check/Verification

বিষয়টির সত্যতা নিশ্চিত করতে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে উক্ত গানটি Maher Zain নামক ইউটিউব চ্যানেলে ২০২২ সালের ২৯ মে আপলোডকৃত Rahmatun Lil’Alameen টাইটেলে একটি ভিডিওতে খুঁজে পাওয়া যায়। 

চ্যানেলের ডেসক্রিপশন পর্যালোচনা করা জানা যায় আলোচ্য গানটি Maher Zain নামের জনৈক সুইডিশ শিল্পীর গাওয়া।

তাছাড়া এই গানটি রোনালদো গেয়েছেন এমন কোনো সংস্করণ নির্ভরযোগ্য সূত্রে খুঁজে পাওয়া যায়নি। অর্থাৎ এটি রোনালদোর ভয়েজ নকল করে এডিটের সহায়তায় বানানো হয়েছে। 

Conclusion

ভাইরাল গানটি সুইডিশ সঙ্গীতশিল্পী মাহের জেইন এর গাওয়া এবং এটি ডিজিটাল প্রযুক্তির সাহায্যে ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদোর কণ্ঠ জুড়ে দিয়ে উক্ত গানের অডিও ক্লিপটি তৈরি করা হয়েছে

Result: False

Our Sources
Maher Zain YouTube


সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান [email protected]। এছাড়াও আমাদের সাথে Contact Us – ফর্মের মাধ্যমে যোগাযোগ করতে পারেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular