Claim- ক্রিকেটার লিটন দাস সংখ্যালঘু হওয়ায় তার বাড়িতে আগুণ দেয় উগ্রবাদিরা।
Fact- মুলত মাশরাফির বাড়িতে আগুণ দেয়ার ঘটনার ছবি ব্যবহার করে এই দাবি ছরানো হয়।
ক্রিকেটার লিটন কুমার দাসের বাড়িতে আগুন দেয়া হয়েছে দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কিছু পোস্ট ভাইরাল হয়েছে ইতিমধ্যে। দাবি করা হচ্ছে ক্রিকেটার লিটন কুমার দাস সংখ্যালঘু হিন্দু ধর্মাবলম্বী হওয়াতে তার বাড়িতে আগুন দেয় উগ্রবাদীরা। পোস্টগুলো দেখুন এখানে, এখানে, এখানে ও এখানে ।
source: X @user
source: X @user
source: X @user
নিউজচেকার-বাংলাদেশ যাচাই করে দেখেছে দাবিটি মিথ্যা।
Fact Check/Verification
ক্রিকেটার লিটন কুমার দাস হিন্দু হওয়ায় তার বাড়িতে আগুণ দিয়েছে উগ্রবাদীরা দাবিতে একাধিক এক্স হ্যান্ডেলে একটি দাবি ছড়িয়ে পড়ে। দাবিটির সত্যতা যাচাই করতে আমরা পোস্টগুলোতে ব্যবহৃত বাড়িটি রিভার্স ইমেজ সার্চ করি। রিভার্স ইমেজ সার্চ এ দেখা যায় পোস্টে থাকা আগুণ লাগা ভবনটি লিটন কুমার দাসে নয় বরং বাংলাদেশ ক্রিকেটের সাবেক অধিনায়ক ও আওয়ামীপন্থী এম পি মাশরাফি বিন মর্তুজার। প্রতিবেদন দেখুন এখানে- প্রথম আলো, Dhaka tribune & UNB.
Source:Dhaka Tribune/internet
Source:Prothom Alo/YouTube
onuso
রিভার্স ইমেজ সার্চ করে দেখা যায় ভাইরাল পোস্টগুলোর একটিতে ব্যবহৃত ছবি ইউ এন বি এর ‘মাশরাফির নড়াইলের বাড়িতে আগুণ’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনে থাকা ইমেজের অনুরূপ।
এছাড়াও একাধিক কি-ওয়ার্ড সার্চ করে লিটন দাস এর বাড়িতে আগুণ দেয়া ঘটনার কোন তথ্য প্রমাণ পাওয়া যায়নি।
গতকাল বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্র ও সাধারণ জনতার আন্দোলনের মুখে দেশ ছাড়তে বাধ্য হন। এরপর থেকে সময় যত গড়াতে থাকে সারা দেশ জুড়ে সহিংসতার ও হতাহতের ঘটনা, ভাঙচুর, লুটপাট ও আক্রমণের নানা ঘটনা সামনে আসতে থাকে। একই সাথে সংখ্যালঘুদের উপর হামলার ঘটনার দাবিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরে।
বিভিন্ন প্রতিবেদন মতে সারাদেশে আওয়ামি লীগের বিভিন্ন পার্টি অফিসগুলো ভাঙচুর ও আগুণ দেয়া হয়। এর সাথে আগুণ দেয়া হয় মাশরাফি বিন মর্তুজার বাড়িতে ও সাকিবের পার্টি অফিসে। হামলা ও ভাঙচুর করা হয় আওয়ামী পন্থী নেতাদের বাড়িতেও। প্রতিবেদন দেখুন এখানে- কালের কণ্ঠ, নয়াদিগন্ত ও যুগান্তর। নয়া দিগন্তের এক প্রতিবেদন মতে সারাদেশে ৩১ জন নিহত ও ৮১৭ জন আহত হয়। তবে কোন মিডিয়া রিপোর্ট বা লিটন কুমার দাসের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলোতে (Facebook, Instagram, Youtube) তার বাড়িতে আগুণ দেয়ার ঘটনার কোন প্রমাণ পাওয়া যায় নি।
Conclusion
অতএব, মাশরাফির বাড়িতে আগুণ দেয়ার ঘটনাকে ঘিরে লিটন কুমার দাস এর বাড়িতে আগুণ দেয়া হয় ভুল দাবিতে পোস্টগুলো করা হয়।
Result: False
Our Sources
প্রথম আলো, Dhaka tribune & UNB.
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। আমাদের whatsapp চ্যানেল সাবস্ক্রাইব করুন এখানে ক্লিক করে।এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।