রবিবার, ডিসেম্বর 22, 2024
রবিবার, ডিসেম্বর 22, 2024

HomeFact CheckFact Check: রোনালদো কি সত্যিই মরক্কোর ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য হোটেল উন্মুক্ত করে...

Fact Check: রোনালদো কি সত্যিই মরক্কোর ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য হোটেল উন্মুক্ত করে দিয়েছে?

Claim
মরক্কোর ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য উন্মুক্ত দেওয়া হয়েছে রোনালদোর হোটেল
Fact

ক্রিস্টিয়ানো রোনালদোর মালিকানাধীন পেস্তানা সিআর সেভেন হোটেল উন্মুক্ত করে দেওয়ার দাবিটি সত্য নয়

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এবং টিকটকে সাম্প্রতিক মরক্কোর ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মানুষদের জন্য মরক্কোর মারাকেশে অবস্থিত পর্তুগিজ ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদোর মালিকানাধীন পেস্তানা সিআর সেভেন হোটেল উন্মুক্ত করে দেওয়া এমন দাবিতে পোস্ট ছড়িয়ে পড়ে। প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে এবং এখানে। 

Screenshot taken from TikTok/@its_bappi.5 profile

নিউজচেকার-বাংলাদেশ যাচাই করে দেখেছে দাবিটি মিথ্যা।

Fact-Check/Verification

বিষয়টির সত্যতা যাচাই করতে কিওয়ার্ড সার্চের মাধ্যমে গত ১১ সেপ্টেম্বরে ফুটবল সম্পর্কিত সংবাদ মাধ্যম Goal.com এ  “Cristiano Ronaldo’s Marrakesh hotel not offering shelter to Morocco earthquake victims” শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। 

প্রতিবেদন হতে জানা যায় প্রায় সব যায়াগায় উক্ত দাবিতে পোস্ট এবং সংবাদ প্রকাশিত হয় তবে পেস্তানা সিআর সেভেন কতৃপক্ষ দাবিটিকে মিথ্যা হিসেবে সাব্যস্ত করেছে। 

এছাড়া, মরক্কো ভিত্তিক সংবাদ সংস্থা মরক্কো ওয়ার্ল্ড নিউজেও ১১ সেপ্টেম্বরে প্রকাশিত প্রতিবেদনে হোটেল কতৃপক্ষ বিষয়টিকে মিথ্যা বলেছেন এবং হোটেলের স্বাভাবিক বুকিং কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছে। 

Screenshot taken from MoroccoWorldNews website

তাছাড়া, পেস্তানা সিআর সেভেন মারাকেশ এর অফিশিয়াল ইন্সটাগ্রাম প্রোফাইলেও ভূমিকম্পে আশ্রয় হারানোদের থাকার ব্যবস্থা নিয়ে কোন তথ্য পাওয়া যায়নি। 

Conclusion

মরক্কোয় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য উন্মুক্ত দেওয়া হয়েছে রোনালদোর হোটেল পেস্তানা সিআর সেভেন দাবিতে একটি পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হয় যা সম্পুর্ণ মিথ্যা। 

Result: False

Our Sources 
Report published by Goal.com, 11 Sept 2023
Report published by Morocco World News, 11 Sept 2023
Pestana CR7 Marrakech Instagram 


সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান [email protected]। এছাড়াও আমাদের সাথে Contact Us – ফর্মের মাধ্যমে যোগাযোগ করতে পারেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular