সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কক্সবাজার সমুদ্র সৈকতের একটি ছবি প্রচার করে দাবি করা হচ্ছে কক্সবাজারের বর্তমান চিত্র এটি। এমন দাবি সম্বলিত কিছু পোস্ট দেখুন এখানে এবং এখানে।
নিউজচেকার যাচাই করে দেখেছে দাবিটি বিভ্রান্তিকর।
Fact-Check/Verification
রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে Coxsbazarvisit.com নামের একটি ফেসবুক পেজে গত ৫ অক্টোবরে প্রকাশিত একই ছবি সম্বলিত একটি পোস্ট খুঁজে পাওয়া যায়।
এছাড়া ৬ অক্টোবরে দেশীয় মূলধারার গণমাধ্যম “নয়াদিগন্ত”- এ “টানা ছুটিতে লাখো মানুষ কক্সবাজার সমুদ্র সৈকতে” শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।
প্রতিবেদন হতে জানা যায়, দূর্গা পূজার প্রতিমা বিসর্জনকে ঘিরে সৈকতের লাবণী পয়েন্টে বুধবার দুপুর ২টার পর থেকে জেলার কক্সবাজার সদর, উখিয়া, টেকনাফ, সদর, ঈদগাহ, চৌফলদন্ডী ছাড়াও নাইক্ষ্যংছড়ি থেকে শোভাযাত্রা সহকারে প্রতিমা আসতে শুরু করে। তাদের এ অনুষ্ঠানকে ঘিরেও সমাগম ঘটে পর্যটকসহ জেলার বিভিন্ন স্থান থেকে আসা লাখো মানুষের।
Read More: না, ভিডিওটিতে মেসি এবং নেইমার জাকির নায়েকের বক্তব্য শোনার নয়
Conclusion
চলতি বছরের অক্টোবর মাসের কক্সবাজারে পর্যটকদের ভিড়ের ছবিকে সাম্প্রতিক সময়ে কক্সবাজারের পর্যটকদের ভিড়ের ছবি দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়েছে।
Result: False
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান [email protected]। এছাড়াও আমাদের সাথে Contact Us – ফর্মের মাধ্যমে যোগাযোগ করতে পারেন।