বৃহস্পতিবার, ডিসেম্বর 26, 2024
বৃহস্পতিবার, ডিসেম্বর 26, 2024

HomeFact CheckViralFact Check: দূর্ঘটনার কবলে কয়লার জাহাজ দাবিতে প্রচারিত ভিডিওটি বাংলাদেশের নয় 

Fact Check: দূর্ঘটনার কবলে কয়লার জাহাজ দাবিতে প্রচারিত ভিডিওটি বাংলাদেশের নয় 

Claim
সব শেষ কয়লার জাহাজ দূর্ঘটনার কবলে পরে নদীতে কয়লা পরে গেছে
Fact
দাবিটি মিথ্যা। প্রচারিত এই ভিডিওটি বাংলাদেশের নয় বরং ইন্দোনেশিয়ার একটি জাহাজের।

গত ২৫ মে কয়লা সংকটের কারণে বন্ধ হয়ে যায় দেশের বৃহত্তম পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিট। এরপর কয়লার অভাবে গত ৫ জুন বেলা ১২টার দিকে বন্ধ হয়ে যায় তাপবিদ্যুৎ কেন্দ্রটির দ্বিতীয় ইউনিটটিও। উল্লেখ্য, কয়লা সংকটে পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্রটি বন্ধ হয়ে গেলেও বিদ্যুৎকেন্দ্রটির প্লান্ট ম্যানেজার প্রকৌশলী শাহ আব্দুল মাওলা গণমাধ্যমকে জানান, বিদ্যুৎকেন্দ্রটির জন্য আগামী ২৫ জুনের মধ্যে ইন্দোনেশিয়া থেকে কয়লা নিয়ে আসবে প্রথম জাহাজ। 

এরই প্রেক্ষিতে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকে একটি ভিডিও প্রচার করে দাবি করা বাংলাদেশে আসার সময় একটি কয়লার জাহাজ দূর্ঘটনার কবলে পড়ে নদীতে কয়লা পড়ে গিয়েছে। এমন দাবিতে প্রচারিত ভিডিওটি দেখুন এখানে। 

জাহাজ

নিউজচেকার যাচাই করে দেখেছে দাবিটি মিথ্যা।

Fact-Check/Verification

সত্যতা নিশ্চিত করতে ভিডিওটি হতে প্রাপ্ত কীফ্রেম রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে Pontianak Viral নামের একটি ফেসবুক পেজে ২০১৯ সালের ১৭ ডিসেম্বরে ইন্দোনেশিয়ান ভাষায় প্রকাশিত মূল ভিডিওটি খুঁজে পাওয়া যায়। 

পরবর্তীতে ভিডিওটির সূত্র ধরে ইন্দোনেশিয়ান সংবাদমাধ্যম Merdeka.com এ ২০১৯ সালের ১৯ ডিসেম্বরে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। প্রতিবেদনটিতে উক্ত ভিডিওর একটি ছবি সহ ঘটনার বিস্তারিত তথ্য পাওয়া যায়। মূলত, ইন্দোনেশিয়ার পূর্ব কালিমান্তানের মুয়ারা বেরউ নামের নদীমুখের পানিতে একটি কয়লা বাহি জাহাজ ভেঙে পড়ে এবং ভারী যন্ত্রপাতি সহ কয়লা ছড়িয়ে পড়েছিল।

Screenshot taken from mardeka website

এছাড়া বিষয়টি নিয়ে Wowkeren নামের অপর আরেকটি ইন্দোনেশিয়ান সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। 

Conclusion

২০১৯ সালে ইন্দোনেশিয়ার একটি কয়লাবাহি জাহাজ এর দূর্ঘটনার ভিডিওকে বাংলাদেশে আসবার সময়ে জাহাজের দূর্ঘটনায় নদীতে কয়লা পরে গিয়েছে দাবিতে প্রচার করা হয়েছে যা সম্পুর্ণ মিথ্যা। 

Result: False

Our Sources

Our Sources
Bdnews24
Somoy new Tv
Mardeka.com News
Wowkeren report
Pontianak Viral Facebook Post


সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান [email protected]। এছাড়াও আমাদের সাথে Contact Us – ফর্মের মাধ্যমে যোগাযোগ করতে পারেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular