Claim- ফিলিস্তিনের বিপক্ষে জাতিসংঘে ভোট দিল চেচেনিয়া
Fact- চেচেনিয়া জাতিসংঘের সদস্য না। বিপক্ষে ভোট দেয়ার বিষয়টি গুজব
‘ফিলিস্তিনের বিপক্ষে অবস্থান নিলো চেচনিয়া,’ ফিলিস্তিনকে পূর্ণ সদস্যপদ দেয়ার পক্ষে ভোট দেয় নি চেচেনিয়া’ দাবিতে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে একটি দাবি ছড়িয়ে পড়ে। পোস্টগুলোতে বলা হয় জাতিসংঘের পূর্ণ সদস্যপদ অর্জনে জাতিসংঘের ১৯৩ টি দেশ নিয়ে একটি ভোট অনুষ্ঠিত হয়। সেখানে ১৪৩টি দেশ ফিলিস্তিনের পক্ষে ভোট দিলেও চেচেনিয়া ভোট দেয় বিপক্ষে। পোস্টগুলো দেখুন এখানে, এখানে ও এখানে।
নিউজচেকার-বাংলাদেশ যাচাই করে দেখেছে দাবিটি মিথ্যা।
Fact check/ Verification
দাবিগুলোর সত্যতা যাচাই করতে গুগল কি-ওয়ার্ড এর সাহায্যে অনুসন্ধান করে জানা যায়, গত ১০ই মে জাতি৯সংঘের সাধারণ পরিষদে একটি ভোট সভা অনুষ্ঠিত হয়। সভার বিষয় ছিলো ফিলিস্তিনকে পূর্ণ মর্যাদা দেয়া হবে কি না। ভোটে জাতিসংঘের সদস্য ১৯৩ টি দেশ উপস্থিত থাকলেও তাতে ১৪৩টি দেশ ফিলিস্তিনকে পূর্ণ সদস্যপদ দেয়ার পক্ষে ভোট দেয়। ২৫ টি দেশ নিরপেক্ষ থাকে এবং বিপক্ষে ভোট দেয় ৯টি দেশ।
এই ৯ টি দেশের মধ্যে রয়েছে- Argentina, Czech Republic, Hungary, Israel, Micronesia, Nauru, Palau, Papua New Guinea, United States. এ সংক্রান্ত বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদন দেখুন এখানে- দ্যা ন্যাশনাল নিউজ, আল-জাজিরা , বিবিসি।
প্রতিবেদন গুলোতে বিপক্ষে ভোট দেয়া ৯ টি দেশ এর মধ্যে চেক প্রজাতন্ত্রের নাম লক্ষ্য করা যায়। কিন্তু দেশীয় কিছু গণ মাধ্যম ও অনলাইন সংবাদে বিপক্ষে ভোট দেয়ার ৯টি দেশ ের মধ্যে থাকা চেক প্রজাতন্ত্রের নাম মুছে দিয়ে তাতে চেচেনিয়ার নাম জুড়ে দেয়।
অনুসন্ধানে দেখা গেছে চেচেনিয়া বিপক্ষে ভোট দেয়া তো দূরে থাক, তারা জাতিসংঘের কোন সদস্য রাষ্ট্রই নয়।
জাতিসংঘের সদস্য রাষ্ট্র- মেম্বার স্টেটস অব ইউ এন।
এছাড়াও চেচনিয়া কোন স্বাধীন স্বার্বভৌম রাষ্ট্র নয়। এটি মুলত রাশিয়া নিয়ন্ত্রিত একটি প্রজাতন্ত্র। এর নিজস্ব ভাষা ও কিছু কিছু নাগরিক স্বাধীনতা থাকলেও কোন দেশ এটিকে স্বাধীন ও স্বার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় নি। চেচনিয়া ১৯৯১ সালে রাশিয়ার কাছ থেকে স্বাধীন ঘোষণা করে নিজেদের। তবে এখনো Chechniya রাশিয়া নিয়ন্ত্রিতই।
Conclusion:
চেচনিয়া জাতিসংঘের সদস্য রাষ্ট্র না হওয়ায় সাধারণ পরিষদে ফিলিস্তিনের পক্ষে ভোট দেয়া সম্ভব নয়। অতএব, ফিলিস্তিনের বিপক্ষে ভোট দেয়ার দাবিটি মিথ্যা।
Result: False
Our Sources:
মেম্বার স্টেটস অব ইউ এন দ্যা ন্যাশনাল নিউজ, আল-জাজিরা , বিবিসি
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান [email protected] অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। আমাদের whatsapp চ্যানেল সাবস্ক্রাইব করুন এখানে ক্লিক করে।এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।