বুধবার, জানুয়ারি 22, 2025
বুধবার, জানুয়ারি 22, 2025

HomeFact CheckFact check: Chat GPT-4 এ ‘১০০ ট্রিলিয়ন মেশিন লার্নিং প্যারামিটার’ থাকবে না

Fact check: Chat GPT-4 এ ‘১০০ ট্রিলিয়ন মেশিন লার্নিং প্যারামিটার’ থাকবে না

Claim- Chat GPT-4 মডেলে ১০০ ট্রিলিয়ন মেশিন লার্নিং প্যারামিটার থাকবে’


Fact– এমন কোন দাবির সত্যতা মেলেনি। CEO  Altman তার ইন্টারভিউতে কোন সংখ্যার উল্লেখ করেন নি। 

Chat GPT-4 মডেলে ১০০ ট্রিলিয়ন মেশিন লার্নিং প্যারামিটার থাকবে’ এমন একটি দাবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক-এ ছড়িয়ে পড়েছে। দেখুন এখানে, এখানেএখানে

এই সংশ্লিষ্ট স্ক্রিনশট দেখুন-

১০০ ট্রিলিয়ন এর বেশি মেশিন লার্নিং প্যারামিটার থাকবে দাবিতে ভাইরাল পোস্ট
১০০ ট্রিলিয়ন এর বেশি মেশিন লার্নিং প্যারামিটার থাকবে দাবিতে ভাইরাল পোস্ট
কার্টেসিঃ ফেসবুক/ ভাইরাল পোস্ট
১০০ ট্রিলিয়ন এর বেশি মেশিন লার্নিং প্যারামিটার থাকবে দাবিতে ভাইরাল পোস্ট
১০০ ট্রিলিয়ন এর বেশি মেশিন লার্নিং প্যারামিটার থাকবে দাবিতে ভাইরাল পোস্ট
কার্টেসিঃ ফেসবুক/ ভাইরাল পোস্ট

১০০ ট্রিলিয়ন এর বেশি মেশিন লার্নিং প্যারামিটার থাকবে দাবিতে ভাইরাল পোস্ট
১০০ ট্রিলিয়ন এর বেশি মেশিন লার্নিং প্যারামিটার থাকবে দাবিতে ভাইরাল পোস্ট
কার্টেসিঃ ফেসবুক/ ভাইরাল পোস্ট

নিউজচেকার বাংলাদেশ, দাবিটির সত্যতা যাচাই করে দেখছে যে সংশ্লিষ্ট দাবিটি মিথ্যা। 

Factcheck/verification

Chat GPT ইন্টারনেট দুনিয়ার হালের সবচেয়ে আলোচিত বিষয়। এটি মূলত একটি এ.আই নির্ভর ল্যাঙ্গুয়েজ মডেল/ Chat bot যা গতানুগতিক Chatbot থেকে আলাদা। এটি জেনারেটিভ প্রিটেইন্ড ট্রান্সফর্মার-3 অর্থাৎ GPT-3 এর উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। এটি তৈরি করেছে এ আই ভিত্তিক ল্যাঙ্গুয়েজ মডেল নিয়ে কাজ করা প্রতিষ্ঠান OpenAI Chat GPT মূলত ইন্টারনেট এ থাকা তথ্য বা ডেটাবেস ব্যবহার করে নিজেকে তৈরি করে তোলে। ব্যবহারকারীর করা প্রশ্নের উত্তর ইন্টারনেট থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে খুব অল্প সময়ে গঠনমূলক আকারে লিখে দেয় Chat GPT.

গত নভেম্বরে Chat GPT আত্মপ্রকাশে আসলে নেট দুনিয়া জুড়ে এর চর্চা শুরু হয়ে পরে। \

বর্তমানে Chat GPT এর চলতি ভার্সনটি হলো Chat GPT-3.5 যা GPT-3 এর উপর নির্ভর করে তৈরি করা হয়েছে। এতে রয়েছে ১৭৫ বিলিয়ন মেশিন লার্নিং প্যারামিটারস। 

সম্প্রতি ঘোষণা দেয়া হয় আগামী সপ্তাহে(এই সপ্তাহে) বাজারে Chat GPTর নতুন মডেল Chat GPT-4 আসবে। যা চলতি ভার্সন থেকে অনেক বেশি শক্তিশালী ও দক্ষ হবে বলে জানায় কর্তৃপক্ষ। এই ঘোষণাকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বেশ কিছু দাবি করা হচ্ছে Chat GPTর নতুন এই মডেলকে নিয়ে।  

‘Chat GPT-4 এ প্রায় ১০০ ট্রিলিয়ন মেশিন লার্নিং প্যারামিটারস থাকবে’ এমন একটি দাবি সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হলে নিউজচেকার-বাংলাদেশ, তার সত্যতা যাচাই করতে গিয়ে Chat GPT তৈরিকারী প্রতিষ্ঠান OpenAI এর CEO এর একটি ইন্টারভিউর সন্ধান পায়। Strictly VC-কে দেয়া এই ইন্টারভিউতে তিনি Chat GPT এর ভবিষ্যৎ মডেল ও ব্যবহারকারীদের প্রত্যাশার পরিপ্রেক্ষিতে আলোচনা করেন। ইন্টারভিউটির একটি অংশ দেখুন এখানে- ইন্টারভিউ। 

Sam Altmanকে ইন্টারভিউয়ের এক পর্যায়ে Chat GPT-4 এর ১০০ ট্রিলিয়ন মেশিন লার্নিং প্যারামিটার এর সংখ্যা নিয়ে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, “The GPT-4 rumor mill is a ridiculous thing. I don’t know where it all comes from,” said the OpenAI CEO. “People are begging to be disappointed and they will be. The hype is just like… We don’t have an actual AGI and that’s sort of what’s expected of us.” “Chat GPT-4 কে ঘিরে তৈরি হওয়া গুজবগুলো খুবই অদ্ভুত। আমি এর উৎস খুজে পাই না। মানুষের এত পরিমাণ প্রত্যাশা তাদেরকে হতাশার দিকে ঠেলে দিবে এবং তারা হতাশ হবেনও।” 

ইন্টারভিউটি দেখতে পাবেন দুটি অংশে এখানে- ১ম অংশ২য় অংশ। 

এছাড়া অনেক ফেসবুকের বিভিন্ন পোস্টে এটিও দাবি করা হচ্ছে যে Chat GPT-4 শুধু লেখার কাজ করবে না বরং, ছবি, ভিডিও ইত্যাদিও তৈরি করতে সক্ষম হবে। এই বিষয়ে Sam Altmanকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, “It will come. I wouldn’t want to make a confident prediction about when,” said Altman on generative video AI. “We’ll try to do it, other people will try to do it … It’s a legitimate research project. It could be pretty soon; it could take a while.” অর্থাৎ “ভিডিও জেনারেটিং এ আই এখনই আসছে না।তবে  আমরা যখন সম্পূর্ণ আত্মবিশ্বাসী হবো তখনই এটি বাজারে ছাড়বো। আমরা তৈরি করার চেষ্টা করছি, পাশাপাশি অন্যরাও তৈরি করার চেষ্টা করছে। এটি একটি স্বাভাবিক প্রক্রিয়া।  হতে পারে খুব শীঘ্রই আসতে পারে আবার কিছুটা বিলম্বও হতে পারে।” 

 Conclusion

Chat GPT-4 কে নিয়ে ১০০ ট্রিলিয়ন মেশিন লার্নিং প্যারামিটার থাকার দাবিটি সত্য নয়। একই সাথে Chat GPT-4 কেবলই লেখার কাজে সাহায্য করবে, ছবি বা ভিডিও তৈরিতে নয়। তার জন্য ভিন্ন টুল আনা হবে। 

Result: False


সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান [email protected]। এছাড়াও আমাদের সাথে Contact Us – ফর্মের মাধ্যমে যোগাযোগ করতে পারেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular