বুধবার, জানুয়ারি 22, 2025
বুধবার, জানুয়ারি 22, 2025

HomeFact CheckFactcheck: বৈশাখ উপলক্ষ্যে ১৪০০৳ কোন অফার দিচ্ছে না বিকাশ

Factcheck: বৈশাখ উপলক্ষ্যে ১৪০০৳ কোন অফার দিচ্ছে না বিকাশ


Claim- বৈশাখপহেলা উপলক্ষ্যে বিকাশে একাউন্ট খুললেই পাওয়া যাচ্ছে ১৪০০৳ উপহার

Fact- এমন কোন অফার দিচ্ছে না বিকাশ নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।

পহেলা বৈশাখ উপলক্ষ্যে বিকাশ দিচ্ছে ১৪০০ টাকা উপহার’ দাবিতে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কিছু পোস্ট ছড়িয়ে পরে। পোস্টগুলো দেখুন এখানে, এখানে, এখানে, ও এখানে। পোস্টগুলোর স্ক্রিনশট দেখুন এখানে- 

নিউজচেকার-বাংলাদেশ, দাবিটির সত্যতা যাচাই করে দেখেছে যে দাবিটি মিথ্যা। 

Fact check/ Verification

নিউজচেকার-বাংলাদেশ বিকাশ কর্তৃপক্ষের সাথে কথা বলে জেনেছে যে পহেলা বৈশাখ উপলক্ষ্যে বিকাশ ১৪০০ টাকার কোন উপহার দিচ্ছে না। স্ক্রিনশট দেখুন এখানে- 

তারা এটিকে প্রতারণা চক্রের একটি কর্মকান্ড বলে উল্লেখ করেন। 

বিকাশ– বাংলাদেশের প্রথম, সর্ববৃহত ও সবচেয়ে সফল ্মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস । এটি ব্র্যাক(BRAC-Bangladesh Rural Advancement Committee) এর একটি সাবসিডিয়ারি প্রতিষ্ঠান। বিকাশের সেবার জন্য তার জনপ্রিয়তা, গ্রহনযোগ্যতা এবং ব্যাপক ব্যবহার যেমন পেয়েছে, তেমনই একে ঘিরে প্রায়ই বিভিন্ন প্রতারণা চক্রকে সক্রিয় হতে দেখা গেছে। 

যেকোন উৎসব-উপলক্ষ্য ঘিরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ধরণের প্রতারণাপূর্ণ প্রচারণা করা হয়ে থাকে। আসন্ন ১৪ই এপ্রিল বাংলা নববর্ষকে কেন্দ্র করে একই প্রতারণাপূর্ণ দাবি ছড়াতে থাকে। এ বিষয়ে জানতে চাইলে তারা বলেন সংশ্লিষ্ট বিভাগ এই ব্যাপারে অবগত আছে এবং গ্রাহকদের প্রতারিত হওয়া থেকে রক্ষা করতে তারা নিয়মিত কাজ করছেন।  

এর আগেও ২১শে ফেব্রুয়ারি, ইংরেজি নতুন বছর ইত্যাদি উপলক্ষ্যকে ঘিরে এই ধরণের মিথ্যা প্রচার করা হয়েছে। 

Concussion

সুতরাং পহেলা বৈশাখ উপলক্ষ্যে ১৪০০ টাকা উপহার দিচ্ছে বিকাশ’ দাবিতে ভাইরাল হওয়া প্রচারণাটি মিথ্যা। 

Result: False

Our Sources: 

বিকাশ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular