বুধবার, জানুয়ারি 22, 2025
বুধবার, জানুয়ারি 22, 2025

HomeFact CheckFact check: বিএনপি নেতৃ এ্যাডভোকেট নিপুন রায়ের প্রাণহানির ভ্রান্ত খবর ভাইরাল

Fact check: বিএনপি নেতৃ এ্যাডভোকেট নিপুন রায়ের প্রাণহানির ভ্রান্ত খবর ভাইরাল

Claim

নিপুন রায় আর নেই

Fact

এ্যাডভোকেট নিপুন রায় গুরুতর আহত হন,তবে মারা যান নি। 

‘বিএনপি নেতৃ এ্যাড. নিপুন রায় আওয়ামী লীগের হামলায় মাথায় আঘাত পেয়ে মারা গেছেন,’ দাবিতে সম্প্রতি টিকটক পোস্ট ছড়য়ে পড়ে। দেখুন এখানে- টিকটক

নিউজচেকার-বাংলাদেশ দাবিটি যাচাই করে দেখেছে  দাবিটি মিথ্যা।

গুগল কি-ওয়ার্ড সার্চ এর সাহায্যে অনুসন্ধান করে দেখা গিয়েছে যে বিএনপি নেত্রী এ্যাড. নিপুন রায় এর মারা যাওয়ার ঘটনাটি সত্য নয়। অনুসন্ধানে দেখা যায় তিনি মাথায় গুরুতর আঘাত পাওয়ার পর হাসপাতালে ভর্তি হন। অত:পর সেখান থেকে ফিরে আদালতে যান আগাম জামিনের জন্য। দেখুন এখানে- মানব জমিন, এনটিভি

উল্লেখ্য,  গত শুক্রবার (২৬মে) ঢাকা কেরানিগঞ্জে বিএনপি এর এক সমাবেশ চলাকালীন আওয়ামী লীগের নেতা কর্মীরা হামলা চালায়। হামলায় বিএনপির নির্বাহী কমিটির সদস্য এ্যাড. নিপুন রায় মাথায় গুরুতর আহত হন। হামলার এই ঘটনায় বিএনপির অন্যান্য নেতাকর্মীরাও আহত হন। দেখুন এখানে- দ্যা ডেইলি স্টার বাংলা। 

Conclusion 

সুতরাং, বিএনপি নেতৃ নিপুন রায় গুরুতর আহত হলেও তিনি মারা যান নি।

Result: False

Our Sources:
দ্যা ডেইলি স্টার বাংলা
মানব জমিন, এনটিভি


সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান [email protected]। এছাড়াও আমাদের সাথে Contact Us – ফর্মের মাধ্যমে যোগাযোগ করতে পারেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular