বুধবার, নভেম্বর 20, 2024
বুধবার, নভেম্বর 20, 2024

HomeFact Checkমক্কায় অন্ধ ব্যক্তির দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার ঘটনাটি বিভ্রান্তিকর

মক্কায় অন্ধ ব্যক্তির দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার ঘটনাটি বিভ্রান্তিকর

সম্প্রতি সামাজিক বিনোদনমূলক ভিডিও-শেয়ারিং মাধ্যম টিকটকে মিশরের এক অন্ধ লোক তারাবীর নামাজ পড়া অবস্থায় চোখের জোত্যি ফিরে পাওয়ার দাবিতে প্রচার করা হয়।

ভাইরাল এই ভিডিওটি ৩ লাখ ৯১ হাজার বার দেখা হয়েছে এবং ১ লাখ ৩৩ হাজার বার লাইক করা হয়েছে।

অন্ধ
Screenshot TiKTok

নিউজচেকার যাচাই করে দেখেছে মক্কায় তারাবীর নামাজের পর অন্ধ থেকে চোখের জোত্যি ফিরে পাওয়ার দৃশ্য দাবিতে প্রচার করা হচ্ছে সেটি সাম্প্রতিক সময়ের নয় এবং ভিডিওতে থাকা লোকটি পুরোপুরি অন্ধ নন।

Fact Check/ Verification

ভিডিওটির কিছু কী-ফ্রেম রিভার্স ইমেজ সার্চ করে NYOOOZ TV নামের একটি ভেরিফাইড ইউটিউব চ্যানেলে ২০১৬ সালের ৯ জুনে “Viral Video: Man claims to regain eyesight after offering namaz at Mecca” শিরোনামে প্রকাশিত একই ভিডিওটি পাওয়া যায়।

পরবর্তীতে ভিডিওটির প্রেক্ষাপট সম্পর্কে জানতে আমরা বিভিন্ন কিওয়ার্ড সার্চ করে ঘটনার সময়ে কিছু আরব ভিত্তিক সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন খুঁজে পাই।

ওমান ভিত্তিক সংবাদমাধ্যম Alroya তে ২০১৬ সালের জুনে ” In the video.. The fact that a blind pilgrim was arrested, he regained his sight in the campus” শিরোনামে (অনুবাদিত) প্রকাশিত একটি প্রতিবেদনে উল্লেখ করে বলা হয়, ভাইরাল  অন্ধ ব্যাক্তি  ব্যক্তির সন্তান দাবি করা সেই ব্যক্তি এসব বিষয়কে গুজব বলে জানান। তিনি বলেন, “তার বাবা সম্পূর্ণ অন্ধ ছিলেন না এবং তীর্থযাত্রীদের সাথে প্রতারণা করার সুযোগ তৈরি করার দাবিটিও মিথ্যা।”

এছাড়া, প্রতিবেদনটিতে আরো উল্লেখ করা হয় বিভিন্ন সংবাদ মাধ্যমে লোকটির গ্রেপ্তারের খবর প্রচার করেছে, দাবি করেছে যে সে একজন “প্রতারক” ছিল এবং সে এই কৌশলটি তার আশেপাশের লোকদের ডাকাতি ও ফাঁদে ফেলার জন্য ব্যবহার করেছিল কিন্তু সেখানে নিরাপত্তার জন্য সরকারী মুখপাত্র দ্বারা অস্বীকার করেছিলেন।

Read More: ১০ বছর পরেও কোরআন হাফেজের অক্ষত লাশের দাবিটি মিথ্যা

মিশর ভিত্তিক সংবাদমাধ্যম Elbalad এ ২০১৬ সালের ৮ জুনে প্রকাশিত একটি প্রতিবেদন হতে জানা যায়, দৃষ্টিশক্তি ফিরে পাওয়া সেই ব্যক্তিকে প্রতারণা করার অভিযোগে গ্রেফতার করা হয়েছিলে বলে একটি দাবি সে সময় ভাইরাল হয়েছিলো। তবে গ্র্যান্ড মসজিদের নিরাপত্তার জন্য স্পেশাল ফোর্সের সরকারী মুখপাত্র মেজর সামেহ আল-সালমি গ্রেপ্তারের বিষয়টিকে সঠিক নয় বলে নিশ্চিত করেছেন।

এছাড়া, মিশর ভিত্তিক অন্য আরেকটি সংবাদমাধ্যম Almalnews থেকে জানা যায়, অন্ধ হিসেবে সেই লোকটির হাতে ঘড়ি থাকায় অনেকে তার পুরোপুরি অন্ধ না হওয়ার বিষয়ে সন্দেহ প্রকাশ করেছিল।

Screenshot Almalnews

Conclusion

২০১৬ সালের পুরোনো একটি ভিডিওকে সাম্প্রতিক সময়ে মক্কায় তারাবীর নামাজের পর অন্ধত্ব থেকে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার দৃশ্য দাবিতে ভাইরাল করা হয়েছে এবং ভিডিওতে থাকা মিশরীয় লোকটি পুরোপুরি অন্ধ ছিলেন না।

Result: Misleading Content/Partly False


সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান [email protected]। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular