বুধবার, জানুয়ারি 29, 2025
বুধবার, জানুয়ারি 29, 2025

HomeFact Checkরাশিয়া নয়, বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেয় ভুটান

রাশিয়া নয়, বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেয় ভুটান

বাংলাদেশ বিজয়ের ৫০তম বছর উৎযাপন করলো ১৬ ডিসেম্বর। সম্প্রতি টিকটিকে একটি ভিডিও দাবি করে, রাশিয়া বাংলাদেশকে প্রথম স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয়।

Screengrab from Tiktok

Fact Check/ Verification

১৯৭১ সালে ৬ ডিসেম্বর, বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় ভুটান।

২০১৪ সালে কোন দেশ প্রথম বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দিয়েছিল, ভুটান, না ভারত, এ নিয়ে বিতর্ক শুরু হয়। ভুটানের সাবেক প্রধানমন্ত্রী শেরিন তোবগে (Tshering Tobgay) বাংলাদেশ সফরের সময় এই বিষয় নিয়ে বিভ্রান্তির দেখা দিলে, তৎকালিন পররাষ্ট্রসচিব মো শহীদুল হক এ বিষয়ে জানান, ভারতের কয়েক ঘন্টা আগে ভুটান একটি তারবার্তার মাধ্যমে বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়।

বাংলাদেশকে স্বীকৃতি দেয়া দেশের মধ্যে রাশিয়া বা সোভিয়াত ইউনিয়নও ছিলো। ১৯৭২ সালের ২৫ জানুয়ারি সদ্য স্বাধীন বাংলাদেশকে স্বীকৃতি দেয় রাশিয়া।

ভাইরাল ভিডিওটি র‍্যাবের না, মালেয়শিয়ান আর্মির

Conclusion

বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি জানানো দেশের মধ্যে রাশিয়া অন্যতম। তবে, রাশিয়া বাংলাদেশকে প্রথম স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয়, এই দাবিটি মিথ্যা। রাশিয়া নয়, বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেয় ভুটান।

Result: False

Our Sources

Tiktok: https://www.tiktok.com/@itsrony98/video/7040724921676238107

Embassy of the People’s Republic of Bangladesh in Russia: https://bangladeshembassy.ru/bilateral-relations/

Daily Star: https://www.thedailystar.net/bhutan-was-first-to-recognise-bangladesh-54336

The Hindu: https://www.thehindu.com/news/international/south-asia/bhutan-not-india-first-recognised-bangladesh/article6677033.ece


সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান [email protected]। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular