শনিবার, ডিসেম্বর 21, 2024
শনিবার, ডিসেম্বর 21, 2024

HomeFact Checkনা, মৌমাছির এই ছবিটি মাইক্রোস্কোপে ধারণ করা নয় 

না, মৌমাছির এই ছবিটি মাইক্রোস্কোপে ধারণ করা নয় 

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মৌমাছির একটি ছবি শেয়ার করে দাবি করা হচ্ছে, এটি মাইক্রোস্কোপে ধারণ করা ।ফেসবুকে প্রচারিত কিছু পোস্ট দেখুন এখানে, এখানে এবং এখানে। 

মৌমাছি

নিউজচেকার যাচাই করে দেখছে দাবিটি মিথ্যা।

Fact-Check/Verification

যুক্তরাষ্ট্র ভিত্তিক সংবাদমাধ্যম Newsweek এ গত ১ জুলাইয়ে “Terrifying Close-Up of Beetle’s Face Compared to New Slipknot Member” শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদনে আলোচিত ছবিটি খুঁজে পাওয়া যায়। 

Screenshot is taken from Newsweek

প্রতিবেদন থেকে জানা যায় যে, এটি একটি লংহর্ণ বিটলস এর ক্লোজআপ ছবি। ছবিটি তুলেছেন Dara Ojo নামের একজন নাইজেরিয়ার নাগরিক, যিনি বর্তমানে চীনে বসবাস করছেন। চীনের সাংহাইয়ের বাইরে জিয়াসিং নামক স্থানে তিনি এই পোকাটি দেখতে পান এবং ক্যামেরায় পোকাটির ছবি তোলেন।

Read More: না, বাংলাদেশ সেনাবাহিনী পৃথিবীর সবচেয়ে বড় বাহিনী না

এছাড়া, প্রতিবেদনে থাকা দারা ওজোর ইন্সট্রাগ্রাম একাউন্ট – এ বছরের ৮ জুন প্রকাশিতA year ago, this image appeared on the internet for the first time, and the rest is history” শীর্ষক শিরোনামে আলোচিত ছবিটি খুঁজে পাওয়া যায়। 

Instagram will load in the frontend.

তাছাড়া, Dara Ojo এর টুইটার একাউন্টটিতেও একই ছবিটি খুঁজে পাওয়া যায়।

দারা ওজোর ইন্সটাগ্রামে পোস্টের ক্যাপশনে ছবিটি তুলতে Tamron 90mm এবং Raynox DCR -250 দুটি লেন্সের ব্যবহারের কথা উল্লেখ করেছেন। লেন্সগুলো সম্পর্কে অনুসন্ধান করে লেন্স কোম্পানি দুটির ওয়েবসাইটে বিবরণী থেকে জানা যায় এগুলো ম্যাক্রো-লেন্স।

Screenshot is taken from Tamron website
Screenshot is taken from Raynox website

মাইক্রোস্কোপ এবং ম্যাক্রো ফটোগ্রাফি কি?

ম্যাক্রো-ফটোগ্রাফি হল ছোট বিষয়ের ক্লোজ-আপ এবং অত্যন্ত বিশদ চিত্র উপস্থাপন করে এমন কোনও ফটোগ্রাফ হিসাবে উল্লেখ করা হয়।

অন্যদিকে, মাইক্রোস্কোপ হলো একটি যন্ত্র যার মাধ্যমে ছোট বস্তু, এমনকি কোষগুলি পর্যন্ত পর্যবেক্ষণ করা যায়।

Conclusion

ম্যাক্রো-ফটোগ্রাফির মাধ্যমে ধারণকৃত লংহর্ন বিটলের ছবিকে মাইক্রোস্কোপে ধারণকৃত মৌমাছির ছবি দাবিতে প্রচার করা হচ্ছে। 

Result: False


সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান [email protected]। এছাড়াও আমাদের সাথে Contact Us – ফর্মের মাধ্যমে যোগাযোগ করতে পারেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular