শনিবার, ডিসেম্বর 21, 2024
শনিবার, ডিসেম্বর 21, 2024

HomeFact Checkভিডিওটি জ্বালানি সচিবের পিএসকে মারধরের নয়

ভিডিওটি জ্বালানি সচিবের পিএসকে মারধরের নয়

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি মারধরের ভিডিও শেয়ার করে দাবি করা হয় “এবার জ্বালানি সচিবের অফিসে সচিবের পিএস জাহাঙ্গীরকে মারধর করেছে শ্রমিক নেতারা। বাস ভাড়া নির্ধারণী সভায় সরকারের পক্ষে বারবার ওকালতি করতেছিলো জাহাঙ্গীর পরে পরিবহন শ্রমিক নেতারা তাকে জ্বালানি সচিবের সামনেই ধোলাই করেন”। 

জ্বালানি

জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে গত ৬ আগস্ট এ বিআরটিএ’র প্রধান কার্যালয়ে বাস মালিক ও শ্রমিক সমিতির নেতাদের সঙ্গে ভাড়া পুনঃনির্ধারণী বৈঠকে বসে বিআরটিএ। জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে দূরপাল্লার বাস ভাড়া ২২ দশমিক ২২ শতাংশ বাড়ানো হয়েছে। ঢাকা ও চট্টগ্রাম মহানগরীর মধ্যে চলাচল করা বাসের ভাড়া বাড়ানো হয়েছে ১৬ দশমিক ২৭ শতাংশ। ঢাকার আশপাশের এলাকায় চলাচল করা বাসের ক্ষেত্রে তা ১৭ শতাংশ নির্ধারণ করা হয়েছে।

নিউজচেকার যাচাই করে দেখছে দাবিটি মিথ্যা।

Fact-Check/Verification

ভিডিওটির কী-ফ্রেম রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে বেসরকারি টেলিভিশন Jamuna TV এর ইউটিউব চ্যানেলে ৭ আগস্ট “ফরিদপুরে পূজা উদযাপন পরিষদের সভায় হট্টগোল-হাতাহাতি” শীর্ষক শিরোনামে প্রচারিত একটি ভিডিও প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।

পরবর্তীতে, মূলধারার অনলাইন সংবাদমাধ্যম bdnews24.com এ ৭ আগস্ট “ইউএনওর উপস্থিতিতে পূজা উদযাপন পরিষদের নেতাদের হাতাহাতি” শীর্ষক শিরোনামে আরেকটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। 

Read More: হাতি গোসলের ভিডিওটি কক্সবাজারের নয় 

মূলত, ফরিদপুরের নগরকান্দায় উপজেলায় উপস্থিতিতে পূজা উদযাপন পরিষদের দুই কমিটি থাকায় বিভিন্ন সময় প্রশাসনিক ও সামাজিক কাজে জটিলতা তৈরি হচ্ছিল। এ জটিলতা সমাধানের জন্য উপজেলাটির ইউএনও দুই পক্ষকে নিয়ে সভার আয়োজন করেন। তবে এই সভা চলাকালে দুই পক্ষের সমর্থকদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে।

Conclusion

ভিন্ন ঘটনার একটি ভিডিওকে বাস ভাড়া নির্ধারণী সভায় জ্বালানি সচিবের অফিসে সচিবের পিএস জাহাঙ্গীরকে শ্রমিক নেতাদের মারধরের দাবিতে প্রচার করা হয়েছে। 

Result: False


সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান [email protected]। এছাড়াও আমাদের সাথে Contact Us – ফর্মের মাধ্যমে যোগাযোগ করতে পারেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular