সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ব্রাজিলিয়ান ফুটবলার নেইমারের হাতে বাংলাদেশের ছবি ভাইরাল হয়েছে। ছবিটিতে দাবি করা হয় “নেইমারের হাতে বাংলাদেশের পতাকা দেখে চমকে যাওয়ারই কথা। গোল দেওয়ার পর এমন ছবি কারোই চোখে পড়েনি”। এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে এবং এখানে।
নিউজচেকার যাচাই করে দেখেছে দাবিটি মিথ্যা।
Fact-Check/Verification
রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে hotcore.info নামের একটি ওয়েবসাইটে “Brazil v/s Mexico during the FIFA’s Confederations Cup Brazil 2013” শিরোনামে থাকা মূল ছবিটি খুঁজে পাওয়া যায়।
পরবর্তীতে এর সূত্র ধরে ফুটবল ভিত্তিক ওয়েবসাইট Bleacher Report এর ওয়েবসাইটে “Mexico vs. Brazil 2013: Neymar Puts on Stunning Show in 2-0 Win” শিরোনামে প্রকাশিত প্রতিবেদনে মূল ছবিটির ভিন্ন এঙ্গেলে তোলা ছবি খুঁজে পাওয়া যায়।
মূলত, ২০১৩ সালে ফিফা কনফেডারেশন্স কাপে মেক্সিকোর বিপক্ষে নেইমার গোল দেওয়ার পর সেটি উদযাপন করেন। সেই গোল উদযাপনের ধারণকৃত একটি ছবি সাম্প্রতিক সময়ে ইডিট করে নেইমারের হাতে বাংলাদেশের পতাকা বসিয়ে ফেসবুকে প্রচার করা হচ্ছে।
Read More: কাতারে বাঙালি মেয়ের সাথে মেসির সাক্ষাতের দাবিটি মিথ্যা
Conclusion
নেইমারের ২০১৩ সালে গোল উদযাপনের একটি ছবি ইন্টারনেট থেকে সংগ্রহ করে তা ডিজিটাল প্রযুক্তির সহায়তায় ইডিট করে তাতে বাংলাদেশের পতাকা বসিয়ে সম্প্রতি ” নেইমারের হাতে বাংলাদেশের পতাকা দেখে চমকে যাওয়ারই কথা। গোল দেওয়ার পর এমন ছবি কারোই চোখে পড়েনি” দাবিতে ফেসবুকে প্রচার করা হচ্ছে
Result: False
Our Sources
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান [email protected]। এছাড়াও আমাদের সাথে Contact Us – ফর্মের মাধ্যমে যোগাযোগ করতে পারেন।