শনিবার, এপ্রিল 19, 2025
শনিবার, এপ্রিল 19, 2025

HomeFact CheckFact Check: ফিলিস্তিনে জিহাদে যাওয়ার ঘোষণা দিলেন সেনা সদস্য? জানুন ভাইরাল ভিডিওর...

Fact Check: ফিলিস্তিনে জিহাদে যাওয়ার ঘোষণা দিলেন সেনা সদস্য? জানুন ভাইরাল ভিডিওর সত্যতা

Claim

‘বাংলাদেশ সরকার অনুমতি দিলে আমরা ফিলিস্তিনে যাওয়ার জন্য প্রস্তুত বলছেন একজন  সেনাসদস্য’ এমন দাবিতে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে একটি ভিডিও ভাইরাল হয়। ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে একজন সেনা সদস্য একটি মাইক হাতে দাঁড়িয়ে বলছেন, ‘আমরা প্রস্তুত আছি। বাংলাদেশ সরকার এবং ফিলিস্তিন দূতাবাস যদি আমাদের বৈধভাবে ভিসা দেয় আমরা ইনশাল্লাহ আমাদের জীবন জিহাদের জন্য বিলীন করে দিব ইনশাল্লাহ।’

ভিডিওটি দেখুন এখানে- টিকটক। 

ভাইরাল পোস্টের স্ক্রিনশট
কার্টেসিঃ টিকটক/ইউজার

নিউজচেকার যাচাই করে দেখেছে দাবিটি মিথ্যা। 

Fact

ফিলিস্তিনে যাওয়ার জন্য প্রস্তুত বলে ঘোষণা দেয়ার দাবিতে একজন সেনা সদস্যের ভাইরাল ভিডিওটি যাচাই করতে আমরা প্রাথমিকভাবে রিভার্স ইমেজ সার্চ পরিচালনা করি। রিভার্স ইমেজ সার্চে আমরা বিভিন্ন প্রতিবেদনে একই ভিডিওর সন্ধান পাই। প্রতিবেদনে থাকা অডিওর সাথে ভাইরাল ভিডিওর অডিওর কোন সাদৃশ্য নেই। অর্থাৎ মূল ভিডিওর ব্যাকগ্রাউন্ড অডিওটি বিকৃত করা হয়েছে। 

গত ১৪ই মার্চ ২০২৫ তারিখে দৈনিক ইত্তেফাক এর ইউটিউব চ্যানেলে ‘গাজীপুরে সড়ক অবরোধকারীদের ৭ মিনিটের আল্টিমেটাম সেনাবাহিনীর’ শিরোনামে ভিডিও প্রতিবেদনটি প্রকাশ করা হয়। 

একই প্রতিবেদন দেখুন এখানে- এস এ টিভি। 

বিস্তারিত প্রতিবেদন থেকে জনা যায় গাজীপুরে কারখানা শ্রমিকরা তাদের বকেয়া বেতন ভাতার দাবিতে মহাসড়ক অবরোধ করে রাখলে সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের পাশাপাশি সেনাবাহিনী উপস্থিত হয়। ভিডিওতে মাইক হাতে সেনা সদস্য শ্রমিকদের দাবি-দাওয়া মেনে নেয়া হবে এবং উক্ত প্রতিষ্ঠানের এমডি (ব্যবস্থাপনা পরিচালক)কে নিয়ে এসে আলোচনা করা হবে বলে আশ্বস্ত করেন। অতঃপর বিক্ষোভরত শ্রমিকদের সড়ক ছেড়ে দেয়ার অনুরোধ করেন।
সম্প্রতি গাজা গণহত্যার প্রতিবাদে সারা বিশ্বসহ বাংলাদেশেও গাজাবাসীর সাথে একাত্মতা প্রকাশ করে বিক্ষোভ সমাবেশ করে ‘মার্চ ফর গাজা’ নামে। একই সাথে বাংলাদেশ থেকে মিয়ানমারে ভুমিকম্পে ক্ষতিগ্রস্থদের জন্য ত্রাণ সামগ্রি পাঠানো হয়। এই দুটি বিষয়কে কেন্দ্র করে সেনাবাহিনীকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফিলিস্তিনে বাংলাদেশ সেনাবাহিনীর অংশগ্রহণ/ প্রস্তুতিগ্রহণ সংক্রান্ত বেশ কিছু ভুয়া দাবি ভাইরাল হয়। 

অতএব, মাইক হাতে উক্ত সেনাসদস্য ফিলিস্তিনের পক্ষে জিহাদে যাওয়ার ঘোষণা দেয়ার দাবিটি মিথ্যা। 

Result: False

Our Sources: 
এস এ টিভি, Dailyb Ittefaq


যে কোন বিষয়ের সত্যতা জানতে, মতামত অথবা অভিযোগ প্রদানে  আমাদের ই-মেইল করুন এই ঠিকানায়- [email protected]. এছাড়াও ভিজিট করুন আমাদের Contact Us পেইজটি এবং নির্দিষ্ট ফর্মটি পূরণ করুন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular