Claim
সম্প্রতি সামাজিক মাধ্যম টিকটকে একটি ভিডিও প্রচার করে দাবি করা হয় ফিলিস্তিন এর জন্য ২০০ টন খাবার নিয়ে রওনা দিছে বাংলাদেশ সেনাবাহিনী।

এমন দাবিতে প্রচারিত পোস্ট দেখুন এখানে।
Fact
বিষয়টির সত্যতা যাচাই করতে ভিডিও থেকে প্রাপ্ত ছবিগুলোকে রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীর অফিশিয়াল ফেসবুক পেজে গত ৩০ মার্চ প্রকাশিত একটি পোস্ট খুঁজে পাওয়া যায়। উক্ত পোস্টে থাকা একাধিক ছবির সাথে আলোচিত ভিডিওটিতে ব্যবহৃত ছবিগুলোর মিল রয়েছে।
পোস্টটির ক্যাপশন থেকে জানা যায়, প্রধান উপদেষ্টার নির্দেশে মায়ানমারে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ৩০ মার্চ বাংলাদেশ সশস্ত্র বাহিনীর মাধ্যমে, বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে ত্রাণ সামগ্রী প্রেরণ করা হয়েছে। পোস্টে সংযুক্ত ছবিগুলো উক্ত ত্রাণ কার্যক্রম চলাকালে তোলা হয়েছে।
আরো পড়ুনঃ ক্রিকেটার তামিম ইকবালের মৃত্যু দাবিতে প্রচারিত ভাইরাল ভিডিওটি মিথ্যা
পাশাপাশি বিষয়টি নিয় একাধিক সংবাদ মাধ্যম সংবাদ প্রকাশ করেছে দেখুন এখানে।
সুতরাং, বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক ফিলিস্তিনে খাবার নিয়ে যাওয়ার দৃশ্য দাবিতে মায়ানমারে বাংলাদেশের পক্ষ থেকে বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে ত্রাণ প্রেরণের চিত্র প্রচার করা হয়েছে যা মিথ্যা।
Result: False
Our Sources
Bangladesh Army Official Facebook Page
Ajker Patrika
যে কোন বিষয়ের সত্যতা জানতে, মতামত অথবা অভিযোগ প্রদানে আমাদের ই-মেইল করুন এই ঠিকানায়- [email protected]. এছাড়াও ভিজিট করুন আমাদের Contact Us পেইজটি এবং নির্দিষ্ট ফর্মটি পূরণ করুন।