সম্প্রতি কিছু ভূইফোঁড় অনলাইন পোর্টালে “দিনে সংসার, রাতে পড়াশোনা : বিসিএস জয়ের গল্প ফারজানার” শিরোনামে প্রকাশিত একটি খবর ফেসবুকে ভাইরাল হয়।
Fact Check / Verification
কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে ২০১৯ সালের ১৪ই এপ্রি্লে ক্যাম্পাস লাইভ নামক একটি অনলাইন পোর্টালে “দিনে সংসার, রাতে পড়াশোনা : বিসিএস জয়ের গল্প ফারজানার” শিরোনামে প্রকাশিত প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।
ক্যাম্পাস লাইভের ২০১৯ সালের প্রকাশিত সেই প্রতিবেদনটিকে অপরিবর্তিত রেখে বর্তমান সময়ে ভূইফোঁড় অনলাইন পোর্টালের ফেসবুক পেজ থেকে ভাইরাল করা হচ্ছে।
এছাড়া, ২০১৮ সালে চ্যানেল আই এবং বাংলাদেশ জার্নালে উম্মে হাবিবা ফারজানা কে নিয়ে প্রকাশিত প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।
উম্মে হাবিবা ফারজানা পাহাড়সম প্রতিবন্ধকতা পেরিয়ে ৩৭তম বিসিএস এর মাধ্যমে প্রশাসন ক্যাডারে নিযুক্ত হয়েছেন।
Read More: কাঠমিস্ত্রি থেকে মনিরুলের বিসিএস ক্যাডার হওয়ার খবরটি ৪ বছর পুরোনো
Conclusion
৩ বছর পুরোনো একটি খবরকে হুবুহু কপি-পেস্ট করে বর্তমান সময়ে অপ্রসাঙ্গিক ভাবে ফেসবুকে ভাইরাল করা হয়েছে।
Result – Misleading
Our Sources
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান [email protected]। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।